২০০৮ সাল থেকে ২০২১ পর্যন্ত ১৪ বারের আইপিএলে তিন বার প্রথম বলে আউট হয়েছিলেন বিরাট। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় ‘গোল্ডেন ডাক’। এ বারের আইপিএলেই সেই সংখ্যা ছুঁলেন তিনি। রবিবার আইপিএলের ৫৪ নম্বর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (SunRisers Hyderabad)। এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) আরসিবি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কোহলি ও ফাফ দু প্লেসিস ওপেন করতে নামেন। জগদীশা সুচিথের বলে কোহলি চিপ করতে গিয়ে হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনের (Kane Williamson) হাতে মিড-উইকেটে ক্য়াচ তুলে দেন। কোহলি আউট হওয়ার পর চূড়ান্ত হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
২০০৮ সাল থেকে আইপিএলে বিরাটের সংগ্রহ ৬৪৯৯ রান। রবিবার এক রান করলে তিনিই হতেন প্রথম ক্রিকেটার যাঁর আইপিএলে ৬৫০০ রান রয়েছে। কিন্তু রবিবার সেই সংখ্যা ছুঁতে পারলেন না তিনি। সুচিথের বল লেগ স্টাম্পে ছিল, সেই বল মিড উইকেটের দিকে খেলতে দিয়ে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিলেন বিরাট। এ বারের আইপিএলে খারাপ ছন্দ থাকলেও এই প্রতিযোগিতায় সব থেকে বেশি রান রয়েছে বিরাটেরই। একটি আইপিএলে সব থেকে বেশি রান করার রেকর্ডটাও বিরাটের দখলে। ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন তিনি। দেখতে গেলে চলতি আইপিএলই কোহলির বিগত ১৫ বছরের আইপিএল কেরিয়ারে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের নজির। এই কোহলিই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানশিকারি। যাঁর ঝুলিতে আছে ছয় হাজারের ওপর রান। ২০১৬ সালে কোহলি ছিলেন আগুনে ফর্মে। একাই করেছিলেন ৯৭৩ রান। হাঁকিয়ে ছিলেন চারটি সেঞ্চুরি।
Find out more: