সোমবার কলকাতার বিরুদ্ধে একটা ম্যাচেই যশপ্রীত বুমরা নিলেন পাঁচ উইকেট। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কলকাতার ইনিংসের শেষ দিকে আন্দ্রে রাসেলদের ত্রাস হয়ে ওঠেন বুমরা। শেষ ওভারে দিলেন মাত্র ১ রান। তবে এই সব সংখ্যার দিকে নজর দেন না বুমরা। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তিনি বলেন, “আমি সংখ্যা বা রেকর্ডের তাকাই না। নিজের কাজটা ঠিক মতো করে যাওয়ার দিকে নজর দিই সব সময়। কখনও কখনও ভাল বল করলেও উইকেট পাওয়া যায় না। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল বল করছিলাম। অতিরিক্ত কিছু করতে চাই না, দলের হয়ে যখনই সম্ভব, তখনই নিজের অবদান রাখতে চাই।” পাশাপাশি বুমরা বলেন, “দল জিতলে ভাল লাগত। সেই সুযোগ আমাদের সামনে ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। নিজেদের ভুল শুধরে নিয়ে পরের বারের জন্য তৈরি হতে হবে।”

৬ এপ্রিলের পর ৯ মে। একমাস তিন দিন পরেও ফল সেই এক। আইপিএল-এর ইতিহাসে এই প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের কাছে জোড়া হারের ধাক্কা হজম করল মুম্বই ইন্ডিয়ান্স। সৌজন্যে প্যাট কামিন্স। সোমবার তাঁর আগুনে বোলিংয়ের কাছে ম্লান হয়ে গেল জসপ্রীত বুমরার পাঁচ উইকেট নেওয়া স্পেল। ১৫তম ওভারে তিন উইকেট নিয়ে খেলা ঘুরিয়ে দিলেন তিনি। ফলে ১১৩ রানে অল আউট হয়ে গেল মুম্বই। আর ৫২ রানে জিতে প্লে-অফে খেলার আশা এখনও জিইয়ে রাখল শ্রেয়স আইয়ারের দল।

Find out more: