এবার করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আগামী ১৫ মে, রবিবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে করোনা টেস্টে পজেটিভ এল সাকিবের রিপোর্ট। চট্টগ্রাম টেস্টে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে নামার বদলে সাকিব এখন থাকবেন ডাক্তারদের নজরদারিতে আইসোলেশনে। করোনার কারণে ক্রিকেট দুনিয়া বারবার ক্ষতিগ্রস্থ হয়েছে। করোনায় অনেক সিরিজ বাতিল হয়েছে, পিছিয়ে গিয়েছে, ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের কোভিড ধরা পড়ায় ম্যাচ বাতিল হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক যেসব তারকা ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন
শিখর ধাওয়ান (ভারত)
ঋষভ পন্থ (ভারত)
শ্রেয়স আইয়ার (ভারত)
এনগিদি লুঙ্গি (দক্ষিণ আফ্রিকা)
অক্ষর প্যাটেল (ভারত)
মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
টিম সেইফার্ট (নিউ জিল্যান্ড)
ওয়াশিংটন সুন্দর (ভারত)
মাশরাফে মুর্তাজা (বাংলাদেশ)
নাজমুল ইসলাম (বাংলাদেশ)
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
যুজবেন্দ্র চাহাল (ভারত)
ক্রুনাল পান্ডিয়া (ভারত)
কৃষ্ণাপ্পা গৌতম (ভারত)
বরুণ চক্রবর্তী (ভারত)
পাকিস্তানের দশ ক্রিকেটার-
প্রাক্তন ক্রিকেটার যারা কোভিডে আক্রান্ত হন--
সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, শাহিদ আফ্রিদি (পাকিস্তান), লক্ষ্মীরতন শুক্লা, এস বদ্রিনাথ
প্রাক্তন ক্রিকেটার যারা কোভিডে আক্রান্ত হয়ে মারা যান
চেতন চৌহান, অম্বপ্রতাপসিংজি জাদেজা
অন্যদিকে, সাংবাদিকতা, বই লেখা, নাটক এবং সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য পুলিৎজার পুরস্কার (Pulitzer Prize) দেওয়া হয়। আর এবছর ভারতের চার চিত্র-সাংবাদিক আদনান আবিদি, সানা ইরশাদ মাত্তু, অমিত দাভে এবং প্রয়াত দানিশ সিদ্দিকিকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ভারতে কোভিড পরিস্থিতি নিয়ে কাজ করেছেন প্রথম তিন জন। নিরন্তর কোভিড পরিস্থিতির ছবি তুলে ধরেছেন তাঁরা। ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকিকে এই নিয়ে দ্বিতীয় বার পুলিৎজার পুরস্কার দেওয়া হল। তিনি রয়টার্স সংবাদ সংস্থার চিত্র সাংবাদিক ছিলেন। ভারতে করোনা আবহের খবর সংগ্রহের জন্য তাঁকে এই সম্মান প্রদান করা হল। এর আগে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের ছবি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য ২০১৮ সালে প্রথম ভারতীয় হিসেবে দানিশ এবং আদনান আবিদি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। ২০২১ সালের ১৬ জুলাই কন্দহরে আফগান বাহিনী এবং তালিবানের সঙ্ঘাতের খবর করতে গিয়ে নিহত হন দানিশ।
Find out more: