যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স কলকাতায় প্রথম ক্রিকেট অ্যাকাডেমির (Cricket Academy) সূচনা করতে চলেছে। রাজারহাট চৌমাথার গ্রিনফিল্ড টাউনশিপে এই অ্যাকাডেমি শুরু করা নিয়ে ২০১১ সালের বিশ্বকাপ (2011 World Cup) জয়ী যুবি নিজেও বেশ উত্তেজিত। কারণ পূর্ব ভারতে এটাই যুবরাজ সিংয়ের প্রথম ক্রিকেট অ্যাকাডেমি। যুবির এই অ্যাকাডেমিতে ডিরেক্টর অফ কোচিং হিসেবে থাকবেন ভিনীত জৈন। ৮০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। একইসঙ্গে বিসিসিআই-এর লেভেল টু কোচ তিনি। কোচিং করাবেন বিশাল ভাটিয়া। তিনি ভারতীয় এ দলের হয়ে খেলেছেন। বিসিসিআই-এর লেভেল ওয়ান কোচ অভিজিত্ দাসও ক্রিকেটার তৈরির দায়িত্বে থাকবেন। ২০ থেকে ২২ মে পর্যন্ত যুবরাজ সিংয়ের এই অ্যাকাডেমিতে ফ্রি কোচিং করানো হবে। দুপুর সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা পর্যন্ত। প্রতিভাবান ক্রিকেটারদের এক বছরের স্কলারশিপ দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ব্রেন্ডন ম্যাকালামের সম্পর্ক আইপিএলের প্রথম বছর থেকে। ২০০৮ সালে ক্রিকেটার হিসেবে কেকেআর-এ যোগ দেওয়া ম্যাকালাম ২০১৯ সাল থেকে কোচের দায়িত্ব নেন। ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ায় নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে আপাতত সম্পর্ক ছিন্ন হল কেকেআর-এর। এ বারের আইপিএলে কলকাতার বিদায় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে কোচ হিসেবেও কার্যকাল শেষ করেছেন ম্যাকালাম। নাইট পরিবারের দীর্ঘ দিনের এই সদস্যকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানাল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। সেই অনুষ্ঠানের ভিডিয়ো নেট মাধ্যমে ভাগ করে নিয়েছে কেকেআর।
Find out more: