উমরান মালিক, অর্শদীপ সিংহের মতো আইপিএলের তরুণ ক্রিকেটাররা সুযোগ পেলেও জায়গা হয়নি নীতীশ রানার। কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার এ বারও ব্রাত্য থেকে গিয়েছেন। দল ঘোষণার পরেই কয়েক শব্দে টুইট করে নির্বাচকদের কটাক্ষ করেছেন তিনি। নীতীশ লিখেছেন, ‘পরিস্থিতি খুব তাড়াতাড়ি বদলাতে চলেছে।’ অর্থাৎ নীতীশ এটাই বোঝাতে চেয়েছেন, খুব দ্রুতই হয়তো ভারতীয় দলে জায়গা পেতে চলেছেন তিনি। তার জন্য যা পরিশ্রম করার সেটাই করবেন তিনি। উল্লেখ্য, জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত একটি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এ বারের আইপিএলে ১৪ ম্যাচে ৩৬১ রান করেছেন নীতীশ। কলকাতার হয়ে মাঝের দিকে ব্যাটিং করতে নেমে বেশ কিছু উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন তিনি। তবে তাতে দলের সুবিধা হয়নি। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি কলকাতা।
অন্যদিকে, চলতি আইপিএলে (IPL 2022) লিগ পর্যায়ের খেলা শেষ। এবার প্লে-অফের পালা। জোড়া ম্যাচ কলকাতারা ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) ২৪ মে মঙ্গলবার অর্থাৎ আগামিকাল কোয়ালিফায়ার ওয়ানে (Qualifier 1) গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ঠিক তারপরের দিন এলিমিনেটরে (Eliminator) মুখোমুখি লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)। মেগা ম্যাচে নামার আগে সোশ্যালে মিডিয়ায় লেগে গেল বিরাট কোহলি (Virat Kohli) ও শুভমান গিলের (Shubman Gill) ধুন্ধুমার! যদিও ভারতীয় দলের মহারথী ও আগামীর তারকা নিছকই মজার ছলে একে অপরের সঙ্গে মস্করা করেছেন। গিল তাঁর ইনস্টাগ্রামে একটি পেইড পার্টনারশিপের ভিডিও পোস্ট করেছিলেন। এই পোস্টে কোহলি কমেন্ট করে গিলের থেকে জানতে চান যে, সে কী সবটা পড়ে বলেছেন? যার উত্তরে গিল বলেন যে, তিনি সবটা মুখস্থ করেই বলেছেন।
Find out more: