আইপিএলে ১৪টি ম্যাচ খেলে একটাও অর্ধশতরান করতে পারেননি রোহিত। মোট ২৬৮ রান করেছেন তিনি। গড় ১৯.১৪। সর্বোচ্চ ৪৮। স্ট্রাইক রেট ১২০.১৭। তাঁর মুম্বইও প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়। প্রথম আটটি ম্যাচেই হেরে লজ্জার রেকর্ডও করেছে আইপিএলের সফলতম দল। আইপিএল নিয়ে নিজের হতাশা গোপন করেননি রোহিত। সেরা ছন্দে ফিরতে মানসিক শক্তি ফিরিয়ে আনার উপর গুরুত্ব দিতে চাইছেন রোহিত। ছন্দ হারানোকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছেন না। তিনি বলেছেন, ‘‘অনেক কিছু যেগুলো আমি করতে চেয়েছিলাম, সেগুলোর কিছুই হয়নি। এরকম অবশ্য আমার সঙ্গে আগেও হয়েছে। আমার সঙ্গে প্রথম বার ঘটল, তেমন কিছু নয়। এখন আমাকে মানসিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। যাতে আবার আগের জায়গায় ফিরতে পারি এবং দেশের হয়ে সেরা পারফরম্যান্স করতে পারি।’’
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আইপিএল কোয়ালিফায়ার ওয়ানে (IPL 2022 Qualifier 1) মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কলকাতার ইডেন গার্ডেন্সে মহারণ। ডু-অর-ডাই ম্যাচে ভিলেন হতে পারে বৃষ্টি! এমনটাই ছিল জোর সম্ভাবনা। কিন্তু মঙ্গলবার বিকালে আবহাওয়া দফতর কলকাতার ক্রিকেটপ্রেমীদের শোনাল সুখবর। আগামী চার ঘণ্টার মধ্যে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন কালবৈশাখীর সম্ভাবনাও কম। প্রথম কোয়ালিফায়ারে অনুকূল আবহাওয়ার রয়েছে উজ্জল সম্ভাবনা। ইডেন থেকে সরছে বৃষ্টির মেঘ। যদি প্লে-অফে বৃষ্টি হয়, তাহলে কোন নিয়ম কার্যকর হবে? কোয়ালিফায়ার এবং এলিমিনেটরে কোনও রিজার্ভ ডে নেই। অর্থাৎ পরের দিন ম্যাচ আয়োজন করার সুবিধা নেই। সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। আইপিএল-এর নিয়ম অনুসারে, সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে খেলা শুরু করা গেলে পুরো ২০ ওভারই খেলা হবে। যদি এই সময়ের মধ্যে খেলা শুরু করা না যায়, তা হলে নিয়ম অনুসারে অন্তত পাঁচ ওভার করেও যাতে দু’দল খেলতে পারে, সেই চেষ্টা থাকবে। সেটাও যদি সম্ভব না হয়, তা হলে সুপার ওভারের মাধ্যমে জয়ী দলকে বেছে নেওয়া হবে। তবে সুপার ওভারের জন্য সর্বোচ্চ রাত ১২.৫০ পর্যন্ত অপেক্ষা করা হবে। তখনও যদি পরিস্থিতি সুপার ওভার আয়োজন করার পক্ষে না থাকে, তা হলে পয়েন্ট তালিকার বিচারে যে দল উপরে রয়েছে তাদের জয়ী ঘোষণা করা হবে।
Find out more: