বুধবার (২৬ মে) রেকর্ড সংখ্যক দর্শক লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দেখল। InsideSport-র রিপোর্ট অনুযায়ী, প্রথম এলিমিনেটরে আইপিএলের অনলাইন ব্রডকাস্টার ডিজনি+হটস্টারে একসঙ্গে সর্বোচ্চ ৮.৭ মিলিয়ন দর্শক ম্যাচ দেখে। এই রেকর্ড আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এতদিন পর্যন্ত গত মরশুমে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ৮.৩ মিলিয়ন দর্শকের একসঙ্গে ম্যাচ দেখাই রেকর্ড ছিল। তবে তা ভেঙে গেল। গত পাঁচ সপ্তাহে কিন্তু এই জনপ্রিয়তার কিছুই দেখা যায়নি। বরং ক্রমাগত পিছিয়েছে আইপিএল ব্রডকাস্ট করা স্টারের চ্যানেলগুলি।

অন্যদিকে, পাত্র-পাত্রী তৈরি। বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে। দুই তরফের আত্মীয়স্বজন ও কাছের বন্ধুরা শুভ মহরত-এ উপস্থিত থাকার জন্য এক পা বাড়িয়ে রেখেছেন। ঠিক এমন সময় নিজের বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন রজত পতিদার (Rajat Patidar)। আইপিএল-এর মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ডাক পাওয়ার জন্য। আরসিবি-র (RCB) জার্সি গায়ে চাপিয়ে ১১২ রানের অপরাজিত খেলার পর এমনটাই জানালেন তাঁর বাবা। রজতের বাবা মনোহর পতিদার বলেন, “৯ মে রজতের বিয়ের তারিখ ছিল। কোভিডের জন্য খুব অল্পের মধ্যে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে চেয়েছিলাম। সেইজন্য কার্ড পর্যন্ত তৈরি করিনি। ইন্দোরের একটি হোটেল ভাড়া করেও রেখেছিলাম। কিন্তু আরসিবি-র তরফ থেকে ডাক পাওয়ার জন্য বিয়ে পিছিয়ে দিতে হল।“ গত আইপিএলেও আরসিবি-র জার্সিতে খেলেছেন তিনি। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) তাঁকে চারটি ম্যাচে সুযোগ দিয়েছিলেন। সেই চার ম্যাচে মাত্র ৭১ রান করেছিলেন তিনি। তাই এ বারের আইপিএল নিলামে কোনও দল তাঁকে কেনার আগ্রহই দেখায়নি। এমনকি মুখ ফিরিয়ে নিয়েছিল আরসিবি।

Find out more: