কম রান হাতে নিয়ে একটা সময় পর্যন্ত লড়াই করা যায়। তবে জেতা যায় না। সেটা সঞ্জুর দলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে, আবির্ভাবেই ড্যাং ড্যাং করে আইপিএল (IPL 2022) জিতে নিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans)। শুরুটা ভাল হয়নি গুজরাতের। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) মাত্র ৭ রানে আউট হন। ম্যাথু ওয়েড (Matthew Wade) বেশি রান করতে পারেননি। তবে শুভমন গিলকে (Subhpam Gill) সঙ্গে নিয়ে লড়াই শুরু করে দেন হার্দিক। তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি ম্যাচের তফাৎ গড়ে দিয়েছিল। বাকি কাজটা সারলেন 'কিলার' ডেভিড মিলার (David Miller) ও কেকেআর (KKR) থেকে ব্রাত্য হয়ে যাওয়া শুভমন। তিনিই ছয় মেরে দলকে প্রথম আইপিএল এনে দিলেন।
এ বারের আইপিএলে খুব বেশি বল করেননি হার্দিক। তবে জানিয়েছিলেন, বল করার জন্য তিনি তৈরি। কয়েক মাস পরে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন বেশি বল করছেন না। ফাইনালে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিলেন হার্দিক। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করলেন। বাউন্সার দিলেন। রাজস্থানের সব থেকে বড় দুই ব্যাটার জস বাটলার ও সঞ্জু স্যামসনকে আউট করে বড় ধাক্কা দিলেন। সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি রাজস্থান। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেটে ৫০ শতাংশের বেশি লেংথে বল করলেন গুজরাতের বোলাররা। ফলে খেলতে সমস্যা হল রাজস্থানের ব্যাটারদের। দেখে বোঝা যাচ্ছিল প্রতিপক্ষের প্রত্যেক ব্যাটারের জন্য পরিকল্পনা করে নেমেছেন হার্দিকরা। একমাত্র বাটলার করলেন ৩৯ রান। বাকি কেউ বড় রান পাননি। মাঝের ওভারে পর পর উইকেট পড়ায় বড় জুটিও হল না। ফলে ১৩০ রানের বেশি করতে পারল না রাজস্থান। হার্দিক চার ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট নিলেন। সাই কিশোর নিলেন দুই উইকেট। রশিদ খান এক উইকেট নিলেও নিজের চার ওভারে মাত্র ১৮ রান দিলেন।
Find out more: