আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে নেশনস লিগ। তার জন্য পোল্যান্ড দলের হয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। সোমবার সাংবাদিকদের রবার্ট লেয়নডস্কি বলেছেন, “একটা বিষয় স্পষ্ট হয়ে যাওয়া ভাল। আমার সঙ্গে বায়ার্নের সমস্ত কাহিনি শেষ হয়ে গিয়েছে। গত কয়েক মাসে যা হয়েছে, তার পরে কল্পনাও করতে পারি না যে, নতুন মরসুমে ওই দলের হয়ে খেলব।” যোগ করেন, “দুপক্ষের কাছে সবচেয়ে ভাল হয়, যদি মসৃণ ভাবে ট্টান্সফার পর্বের সমাপ্তি ঘটে।” প্রসঙ্গত এই মরসুমের শেষ দিকে লেয়নডস্কি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বায়ার্ন ছাড়তে চলেছেন। তবে সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের নতুন আধিকারিক, কিংবদন্তি গোলকিপার অলিভার কান। তাঁর দাবি ছিল, লেয়নডস্কির মতো ফুটবলারকে ছেড়ে দেওয়ার প্রশ্নইওঠে না।
অন্যদিকে, এ বার অক্টোবরের শুরুতেই বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা (Durgapuja)। আর শারদীয়া মিটলেই ফুটবল জ্বরে মাতবে ভারত (India) ও বঙ্গ সমাজ। কারণ সেই মাসেই ভারতের মাটিতে চারটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসছে চেলসি (Chelsea)। মঙ্গলবারই (৩১ মে) ভারত সফরের কথা চেলসি তরফে তাদের ফেসবুক পেজে জানিয়েছে। চেলসির সঙ্গে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) আরও চার দল। কলকাতা, ভুবনেশ্বর ও জামসেদপুরে চারটি প্রদর্শনী ম্যাচ খেলবে মরশুমেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই দল। এই সফরে চেলসির বিরুদ্ধে খেলবে সাউদাম্পটন (Southampton F.C), পশ্চিম লন্ডনের আরেক দল ব্রেন্টফোর্ড (Brentford F.C) এবং নিউক্যাসেল ইউনাইটেড (Newcastle United F.C)। সঙ্গে রয়েছে সদ্য প্রিমিয়র লিগ থেকে অবনমিত হওয়া নরউইচ সিটি (Norwich City F.C)। তাদের বিরুদ্ধেও চেলসি একটি ম্যাচ খেলবে।