সিএবি-কে স্টেডিয়াম তৈরির জন্য ডুমুরজলায় একটি জমি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেটা জলা জমি হওয়ায় স্টেডিয়াম তৈরি করা সম্ভব হয়নি। ২৮ এপ্রিল সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সেই দিনই মুখ্যমন্ত্রী বলেন, “সৌরভ এসেছিল। এমনি গল্প করছিল। সিএবি-র স্টেডিয়ামের জন্য জমি দেওয়া হয়েছিল। সেটা জলা জমি। সেখানে স্টেডিয়াম করা যাবে না। অন্য জমি দেওয়া যায় কি না সেই নিয়ে ভাবনাচিন্তা চলছে।” সেই অন্য জমিই পেল সিএবি।
অন্যদিকে, ৮৩-র বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক সাফ বলছেন অর্জুনের ওপর যেন কোনও চাপ না দেওয়া হয়। তাঁকে খেলতে দেওয়া হোক নিজের মতো করেই। 'আনকাট' অনুষ্ঠানে কপিল বলেন, "সচিন তেন্ডুলকরের ছেলে বলেই কি সবাই অর্জুনকে নিয়ে কথা বলে? অর্জুনকে ওর মতো খেলতে দিন। সচিনের সঙ্গে তুলনা করবেন না। তেন্ডুলকর নামটা ওর সঙ্গে জুড়ে গিয়েছে। এর সুবিধা এবং অসুবিধা রয়েছে। ডন ব্র্যাডম্যানের ছেলে নিজের নাম পরিবর্তন করে নিয়েছিল, বাবার নামের চাপ সামলাতে না পেরে। নিজের পদবি ও উড়িয়ে দিয়েছিল। কারণ সবাই ভেবেছিল ডনের ছেলেও হবে ডনের মতো। অর্জুনের ওপর চাপ দেবেন না। ও একদনম তরুণ। গ্রেট সচিন যখন ওর বাবা, আমরা বলার কে! আমি অর্জুনকে একটা কথাই বলব, ও খেলাটা উপভোগ করুক। কাউকে কিছু প্রমাণ করার নেই। ও যদি ওর বাবার ৫০ শতাংশও হতে পারে, তাহলে এর চেয়ে ভাল কিছু হতে পারে না। তেন্ডুলকর নামটা এলেই আমাদের প্রত্যাশা বেড়ে যায়, কারণ সচিন এতটাই মহান ক্রিকেটার ছিল।"
Find out more: