ফ্রান্সকে হারাল ডেনমার্ক। ম্যাচে গোল না পেলেও ব্রেন্টফোর্ড তারকাকে হাততালি দিয়ে স্বাগত জানান দর্শকেরা। ম্যাচের পরে ডেনমার্ক তারকা বলেছেন, “গোটা ব্যাপারটা আমার কাছে অলৌকিক বলে মনে হচ্ছে, যার শুরুটা হয়েছিল ইউরোতে যখন আমার সতীর্থরা প্রাণ ফিরিয়ে এনেছিল। তার পরে জীবনে নানা উত্থান-পতেনের মধ্যে দিয়ে এগিয়ে এসেছি। এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে।” কোচ ক্যাসপার হিউমল্যান্ড যা নিয়ে বলেছেন, “আমি অপার বিস্ময় নিয়ে দেখছিলাম এরিকসেনকে। একটা মানুষের কতটা মনের জোর থাকলে এ ভাবে আবার ফিরে আসতে পারে। কোচ হিসেবে আমিও এক সুন্দর মুহূর্তের সাক্ষী রইলাম।”

অন্যদিকে, শুক্রবার জীবনের ১৪ তম ফ্রেঞ্চ ওপেনের (French Open) ফাইনালে পৌঁছলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। ডান পায়ের গোড়ালিতে চোটের কারণে সেমিফাইনাল থেকে মাঝপথে বিদায় নিতে বাধ্য হলেন আলেকজান্ডার জেরেভ (Alexander Zverev)। তিন ঘণ্টার বেশি খেলার পর গোড়ালিতে চোটের কারনে হুইলচেয়ারে বসে কোর্ট ছাড়তে হয় জেরেভকে। এই সময় ৭-৬ (১০/৮), ৬-৬ স্কোরে পিছিয়ে ছিলেন জেরেভ। চিকিৎসকদের সাহায্যে কোর্টের বাইরে যাওয়ার কয়েক মিনিট পরে ক্রাচে ভোর দিয়ে তিনি ফিরে আসেন কোর্টে। কোর্টে ফিরে এসে ম্যাচ থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। নাদাল বলেন, "এটা তার জন্য খুবই কঠিন এবং দুঃখজনক। সে একটি অবিশ্বাস্য টুর্নামেন্ট খেলছিল এবং সে একজন খুব ভালো সফরসঙ্গী।" তিনি যোগ করেছেন, তার জন্য ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছানো একটি স্বপ্ন। তিনি জেরেভেকে আগামিদিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

Find out more: