দ্বিতীয় বারের জন্য ফরাসি ওপেন জিতলেন ইগা সোয়ানটেক (Iga Swiatek)। শনিবাসরীয় রোলাঁ গারোয় মহিলাদের ফাইনালে এক তরফা খেললেন সোয়ানটেক। ৬-১, ৬-৩ স্ট্রেইট সেটে তিনি গুঁড়িয়ে দিলেন কোকোকে। ২০২০ সালের পর ফের ফরাসি ওপেন জিতলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। প্রতিপক্ষকে মাটি ধরিয়ে দেওয়া বলতে যা বোঝায়, সোয়ানটেক এদিন সেটাই করলেন গফের সঙ্গে। পোল্যান্ডের বছর একুশের বাসিন্দা অষ্টাদশী মার্কিনিকে বুঝিয়ে দিলেন যে, কেন তিনি বিশ্বের এক নম্বর। বলা যায় গফকে গোটা ম্যাচে মাত্র চারটি পয়েন্ট উপহার দিয়েছেন সোয়ানটেক। বেসলাইন থেকে নেটলাইন, কোথাও সোয়ানটেকের দাপটের সঙ্গে পাল্লা দিতে পারলেন না গফ। উইনারের ঝড় তুলেছিলেন সোয়ানটেক। এমন আগ্রাসী টেনিসের সামনে গফ বাধ্য হন আনফোর্সড এরর করতে।

অন্যদিকে, সাফল্য আছে। কিন্তু ধারাবাহিকতা নেই। বার বার অধিনায়ক বদলাতে হয়েছে। অবশেষে সেই শাকিব আল হাসানেই মুক্তি খুঁজছে বাংলাদেশ। অন্তত দলের এক বিদেশির উপলব্ধি সেরকমই। বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডনস মনে করছেন, শাকিবকে অধিনায়ক করে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। তিনি বলেছেন, ‘‘শাকিব এখন অধিনায়ক। সব ম্যাচেই ওকে পাওয়া যাবে। কারণ নেতৃত্বের দায়িত্ব নেওয়ায় শাকিবের পক্ষে ম্যাচ বেছে খেলা কঠিন। ও দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। শাকিব খেলা মানে দলের শক্তি বৃদ্ধি।’’ শুধু শাকিবের প্রশংসাই নয়, এর পর দু’টি গুরুত্বপূর্ণ মন্তব্যও করেছেন সিডনস। এক, এত দিন দলে নেতৃত্ব দেওয়ার গুণের অভাব ছিল। দুই, দলের ক্রিকেটাররা শাকিবকে অনেক বেশি পছন্দ করেন। বোঝাই যাচ্ছে আগের অধিনায়ক মোমিনুল হককে নিয়ে তিনি এবং দল কতটা অসন্তুষ্ট। ব্যাটিং কোচের এই মন্তব্যে আগুন লাগতে পারে বাংলাদেশের ক্রিকেটে।

Find out more: