শুক্রবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের আগে করোনা পরীক্ষা করা হয় ক্রিকেটারদের। তাতে দেখা যায় উইলিয়ামসন করোনা আক্রান্ত। পাঁচ দিন নিভৃতবাসে থাকতে হবে তাঁকে। উইলিয়ামসন করোনা আক্রান্ত হলেও দলের বাকিদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেই জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, “গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন ছিটকে যাওয়া উইলিয়ামসনের জন্য খুবই দুঃখের। ও হতাশ। আমরা উইলিয়ামসনের পাশে আছি।” বৃহস্পতিবার সামান্য কিছু উপসর্গ লক্ষ করায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান উইলিয়ামসন। দলের বাকিদেরও পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় উইলিয়ামসন বাদে বাকি সকলের ফল নেগেটিভ আসে। উইলিয়ামসনের বদলে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম। উইলিয়ামসনের বদলে দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ ওপেনার হামিস রাদারফোর্ড। তিনি ইংল্যান্ডে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলছিলেন। তিন টেস্টের সিরিজে প্রথম ম্যাচ হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে হারলে সিরিজ হেরে যাবে কিউইরা।
অন্যদিকে, কম্বোডিয়ার ফুটবল ফেডারেশনের কাছে নিঃশর্ত ক্ষমা চাইল ভারতীয় ফুটবল ফেডারেশন। কম্বোডিয়ার ফুটবলাররা কলকাতায় পৌঁছনোর পরেই হোটেলে নানা ধরনের অসুবিধার মুখোমুখি হন তাঁরা। হোটেলের কর্মীরা তাঁদের দেশের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে সঠিক ব্যবহার করেননি এবং যা খাবার দেওয়া হয়েছিল তা পর্যাপ্ত নয় বলেও অভিযোগ কম্বোডিয়ার। পরিস্থিতি আরও খারাপ হয় ম্যাচ শুরুর আগে কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত বাজাতে পাঁচ মিনিট দেরি হওয়ায়। ভারতের জাতীয় সঙ্গীত হয়ে গেলেও কম্বোডিয়ার জাতীয় সঙ্গীতের সময় কিছু যান্ত্রিক গোলোযোগ হয়।
Find out more: