পন্থ এবার ইংল্যান্ড উড়ে যাবেন লাল ও সাদা বলের ক্রিকেট খেলতে। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে পন্থ থাকবেন নাকি দীনেশ কার্তিক এই নিয়েই চলছে আলোচনা। এসবের মাঝেই ভারতের হেড কোচ পন্থকে নিয়ে বড় কথা বলে দিলেন। দ্রাবিড় বেঙ্গালুরুতে পঞ্চম টি-২০ ম্যাচের পর কথা বলেন পন্থকে নিয়ে। তিনি জানান, "ব্যক্তিগত ভাবে পন্থ কিছু রান করতে চেয়েছিল। কিন্তু এই নিয়ে ও ভাবছে না। অবশ্যই পন্থ আগামী কয়েক মাসে আমাদের পরিকল্পনার বিরাট অংশ। আমি ওর পারফরম্যান্স নিয়ে সমালোচনা করতে চাই না। মাঝের দিকের ওভারে খানিক আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট প্রয়োজন হয়। খেলাটাকে খানিক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কাউকে দুই-তিন ম্যাচের ভিত্তিতে বিচার করা কঠিন"।
অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর ভারতের টেস্ট সিরিজ যখন স্থগিত হয়েছিল তখন ভারতীয় অধিনায়ক ছিলেন বিরাট কোহলী। ১ জুলাই থেকে শুরু হতে চলা শেষ টেস্টে ভারতীয় অধিনায়ক হিসাবে নামবেন রোহিত শর্মা। মাঝের সময়ে দলে অনেক বদলও হয়েছে। এই সব বদলের কোনও প্রভাব ভারতের খেলায় পড়বে না বলে জানিয়েছেন দলের কোচ রাহুল দ্রাবিড়। যদিও বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক তিনি। ইংল্যান্ড রওনা হওয়ার আগে দ্রাবিড় বলেছেন, ‘‘গত বছর পরিস্থিতি অন্য ছিল। এই সময়ের মধ্যে দলে অনেক বদল হয়েছে। তবে তার প্রভাব খেলায় পড়বে না। কারণ, এই ম্যাচেই সিরিজের ভাগ্য ঠিক হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে দলের ছেলেরা টেস্ট জিততে চাইবে। ওরা তৈরি।’’
Find out more: