১ জুলাই পঞ্চম টেস্ট টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মার মাঠে নামা নিয়ে ধোঁয়াশা বজায় রাখার চেষ্টা করলেন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বুধবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রোহিতের মেডিক্যাল আপডেটের প্রসঙ্গ এলে রাহুল বলেন, "রোহিতকে প্রতিনিয়ত আমাদের মেডিক্যাল টিম দেখভাল করছে। তাই ও যে পঞ্চম টেস্ট খেলতে পারবে না, সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না।" অবশ্য এই ইস্যুতে জাতীয় নির্বাচকদের উপর খুবই অখুশি হেড কোচ। তিনি বলেন, "সরকারি খবরের জন্য অপেক্ষা করা আমাদের উচিত। সেটাই মনে হয় ভাল। জানি না চেতন শর্মা (প্রধান নির্বাচক) এমন কিছু বলেছেন কি না। অনেক সময় বেশি উত্তেজনার কারণে এমন হয়। রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে আমরা আগে সংশ্লিষ্টদের বক্তব্য শুনি। তার পর পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হবে। তখন সরকারি ভাবে বিষয়টা জানানো যাবে।"
অন্যদিকে, রোহিত করোনা আক্রান্ত হওয়ার পরেই ময়ঙ্ককে নিয়ে যাওয়া হয় ইংল্যান্ডে। কিন্তু রোহিত টেস্ট থেকে বাদ যাওয়ার পরেও তাঁকে দেখা যাবে না বলেই জানা গিয়েছে। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “ময়ঙ্ককে আনা হয়েছে প্রয়োজনে ব্যবহার করার জন্য। কিন্তু এই টেস্টে শুভমনের সঙ্গে পুজারাকে ওপেন করতে দেখা যেতে পারে। ওপেন করতে পারেন হনুমাও। অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৮ সালে ওপেন করেছিলেন তিনি। যদিও পুজারার ওপেন করার সম্ভাবনাই বেশি।” ভারতীয় দলের প্রথম একাদশে ব্যাটার হিসাবে থাকতে পারেন শুভমন গিল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারী, বিরাট কোহলী এবং শ্রেয়স আয়ার। উইকেটরক্ষক হিসাবে থাকতে পারেন ঋষভ পন্থ। আলোচনা চলছে শার্দূল ঠাকুর এবং রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে কে খেলবেন। রবীন্দ্র জাডেজার খেলা প্রায় নিশ্চিত। দলে তিন পেসার মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং অধিনায়ক যশপ্রীত বুমরা।
Find out more: