জস বাটলারের ইংল্যান্ডকে উড়িয়ে দিলেন হার্দিক পাণ্ডিয়ারা। করোনা সারিয়ে এই ম্যাচে দলে ফিরেছিলেন রোহিত শর্মা। তিনি ব্যাট হাতে খুব বেশি রান করতে না পারলেও দল শুরু করল জয় দিয়েই। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ রানে জয় ভারতের। এদিন তাঁর একদা মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গী হার্দিক পান্ডিয়াকে প্রশংসায় ভরান রোহিত শর্মা। হালে হার্দিকের নের্তৃত্বে আইপিএল জিতেছে নয়া দল গুজরাট। সেখানেও উজ্জ্বল ছিলেন হার্দিক। সেই কথার উল্লেখ করে রোহিত বলেন, আইপিএল থেকে আন্তর্জাতিক অবধি যেভাবে হার্দিক নিজেকে তৈরি করেছে, সেটা অসাধারণ। রোহিত বলেন বোলিংয়ে অনেকটা উন্নতি করার ইচ্ছা ছিল হার্দিকের এবং চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর সেটাই করছেন তিনি। শুধু বলেই জোর বাড়েনি, নতুন ভ্যারিয়েশনও এসেছে এবং তার লাভও পাচ্ছেন হার্দিক।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। শুরুটা ভালই করেছিলেন তিনি। কিন্তু ১৪ বলে ২৪ রান করেই ফিরে যান রোহিত। মাত্র ৮ রান করে আউট হন ঈশান কিশানও। কিন্তু তাঁরা ফিরলেও ভারতের রানের গতি কমেনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শতরান করা হুডা, ছন্দে থাকার ইঙ্গিত দিলেন ইংল্যান্ডের বিরুদ্ধেও। মাত্র ১৭ বলে ৩৩ রান করেন তিনি। তিনটি চার এবং দু’টি ছক্কা মারেন হুডা। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন সূর্যকুমার যাদব। ১৯ বলে ৩৯ রান করেন তিনি। ভারতের রান দুশোর কাছে নিয়ে যাওয়ার মূল কাণ্ডারি অবশ্যই হার্দিক। আইপিএল থেকে যে ছন্দে রয়েছেন তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মূল শক্তি হতে পারেন এই অলরাউন্ডার। বৃহস্পতিবার ৩৩ বলে ৫১ রান করেন হার্দিক। ছ’টি চার এবং একটি মারেন তিনি। হার্দিক ফিরতেই পর পর উইকেট হারায় ভারত। ১৯৮ রানে থেমে যায় তাদের ইনিংস।

Find out more: