আজ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবেন রোহিত শর্মারা। জিতলেই সিরিজ় ভারতের। তবে বড় পরীক্ষা দিতে হবে বিরাট কোহলিকেও। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে মাত্র দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বিরাট। শেষ বার খেলেছিলেন ফেব্রুয়ারিতে। পাঁচ মাস পরে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে নামতে চলেছেন তিনি। মাঝে দু’মাস আইপিএল খেললেও সেখানে জীবনের সেরা ছন্দে ছিলেন না। তাই ভারতীয় দলে বিরাটকে কোন জায়গায় ব্যাট করতে পাঠানো হয়, সেটাই দেখার। বিরাট দেশের হয়ে টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করেন। সেই জায়গায় নেমে শেষ ম্যাচে ১৭ বলে ৩৩ রান করে গিয়েছেন দীপক হুডা। তাঁকে বাদ দিয়ে বিরাটের জন্য তিন নম্বর স্থান ফাঁকা করে দেওয়া হয় কি না, তা সময়ই বলবে।
বিরাট কোহলিকে ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলা উচিত। এমন বিতর্কিত মন্তব্য করে বোমা ফাটালেন কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের প্রশ্ন রবিচন্দ্রন অশ্বিনকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হলে, কেন সাম্প্রতিক ফর্মের বিচারে 'কিং কোহলি'-কে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হবে না? কপিল বলেন, "হ্যাঁ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বিরাটকে প্রায় বাধ্য হয়েই ডাগ আউটে পাঠাতে হবে। যদি বিশ্বের দুই নম্বর স্পিনার বিদেশে টেস্ট না খেলতে পারে, তাহলে ফর্ম হারানো এক সময়ের এক নম্বর ব্যাটারকে খেলিয়ে যাওয়ার কোনও মানেই হয় না।" ইদানীং মাঝেমধ্যেই 'বিশ্রাম' নিচ্ছেন বিরাট। আর তাঁর বদলে সুযোগ পাওয়া একাধিক তরুণ রান করছেন। সেটা মাথায় রেখে প্রাক্তন ভারত অধিনায়ক যোগ করলেন, "বিরাট একেবারেই প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারছে। মারকাটারি ব্যাটিংয়ের জন্যই তো ও সুনাম অর্জন করেছিল, কিন্তু এখন ও নিজের যোগ্যতা অনুসারে খেলতে পারছে না। তাই ওকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত।"
Find out more: