বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বড় লাফ দিয়েছে শ্রীলঙ্কা। ষষ্ঠ স্থান থেকে এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছে। ফলে নীচে নেমে গিয়েছে পাকিস্তান এবং ভারত। শুধু তাই নয়, হেরে প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই তাদের প্রথম হার। দ্বিতীয় টেস্টের আগে তাদের ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট ছিল। তা নেমে এসেছে ৭০ শতাংশে। ফলে ৭১.৪৩ শতাংশ পয়েন্টে থাকা দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে প্রথম স্থানে। অস্ট্রেলিয়া নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৫৪.১৭। পাকিস্তান এবং ভারতের পয়েন্ট যথাক্রমে ৫২.৩৮ শতাংশ এবং ৫২.০৮ শতাংশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শ্রীলঙ্কার ওঠার সম্ভাবনা বেড়ে গেল। এই মাসেই পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই দু’টি টেস্টে জিতলে প্রথম দুইয়ে উঠে আসার সম্ভাবনা বাড়বে তাদের।

অন্যদিকে, ভারত-ইংল্যান্ড এবার মুখোমুখি হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার লন্ডনের কেনিংটন ওভালে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি দুই দল। ম্যাচের আগের দিন ভারতীয় দলে বড় ধাক্কা! চোটের জন্য এই ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) না খেলারই সম্ভাবনা তৈরি হয়েছে! গতকাল ট্রেন্টব্রিজে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ খেলেছিল। সেই ম্যাচ খেলতে গিয়েই কোহলি চোট পেয়েছেন বলে মনে করা হচ্ছে। সোমবার অর্থাৎ আজ কেনিংটন ওভালে ভারতের ঐচ্ছিক প্রস্তুতি ছিল। সেই অনুশীলনে কোহলি আসেননি বলেই সূত্র মারফত খবর। যদিও এদিন অনুশীলন করেছেন শিখর ধাওয়ান, শার্দূল ঠাকুর ও  প্রসিদ্ধ কৃষ্ণা। কোহলি নটিংহ্যাম থেকে কেনিংটনের আসার টিম বাসে ছিলেন না বলেও শোনা যাচ্ছে। মেডিক্যাল চেক-আপের জন্যই তিনি আসেননি বলে জানা গিয়েছে।

Find out more: