ইংল্যান্ডের মাঠে প্রথম ভারতীয় পেসার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ছ’উইকেট নিলেন বুমরা। ওয়ান ডে ক্রিকেটে নিজের সেরা বোলিংও এ দিন করে গেলেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলছিলেন, ‘‘আকাশ বেশ মেঘলা ছিল। ভারত যখন টস জিতে ফিল্ডিং নিল, তখনই আমরা বুঝেছিলাম বল সুইং করবে। ভারত পরিবেশটা খুব ভাল কাজে লাগাল।’’ বুমরা নিয়ে প্রশ্ন করা হলে বাটলার বলেন, ‘‘অসাধারণ বল করল বুমরা। ওর বিরুদ্ধে খেললে বোঝা যায় ও কত ভাল বোলার।’’ রোহিত একের পর এক পুল শট মারলেও তাঁকে ক্রমাগত শর্ট বল করার কৌশল নিয়ে বাটলারের মন্তব্য, ‘‘উইকেট নেওয়ার জন্য আমরা ঝুঁকি নিয়েছিলাম। বোলারদের বলা ছিল, ঝুঁকি নিতে। যেটা বেশ কঠিন কাজ।’’

বর্তমানে সমস্ত ফরম্যাটে সেরা বোলার হলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এমনটাই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন (Naser Hussain)। আর নাসের হুসেনের এই মন্তব্যকে সমর্থন করলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সোশ্যাল মিডিয়াতে সেটি স্পষ্ট করলেন মাস্টার ব্লাস্টার। সচিন টুইটারে লিখলেন, ‘আমি কিছুদিন ধরেই মনে করছিলাম যে বুমরা সব ফরম্যাটে সেরা বোলার। নাসের হুসেন, শুনে ভাল লাগল আমার সঙ্গে আপনিও একমত হলেন।’ চলতি একদিনের সিরিজের প্রথম একদিনের ম্যাচের মাইক হাতে বুমরাকে সবার সেরা বলে স্বীকার করলেন মাঝেই এই কথা স্বীকার করলেন তিনি। আসলে বাটলারদের বিরুদ্ধে ১৯ রানে ৬ উইকেট নিতেই নাসের হুসেনের গলায় বুমরার প্রশংসা শোনা গেল।

Find out more: