লর্ডসে সাদা বলের ক্রিকেটে দ্বিতীয় পরাজয় হল টিম ইন্ডিয়ার। এখানেই ইংল্যান্ড ভারতকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। এদিনের ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২৪৬ রান করেছিল, যা আধুনিক দিনের ক্রিকেটে একটি সহজ লক্ষ্য হিসাবে বিবেচিত হয়। কিন্তু এই স্কোরের লক্ষ্যে পৌঁছতে পারেনি ভারতীয় দল। রোহিত শর্মারা ১৪৬ রানেই গুটিয়ে যায়। অধিনায়ক হিসাবে এটি ছিল রোহিত শর্মার ১৫ তম ওডিআই ম্যাচ। রোহিতের ওয়ানডে অধিনায়কত্বের সংক্ষিপ্ত কেরিয়ারে এটি তৃতীয়বার যখন টিম ইন্ডিয়া ১৫০কম রান করেন। যদি আমরা কোহলির কথা বলি, তিনি ৯৫ টি ওয়ানডেতে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিয়েছেন এবং একবারও তার দল ১৫০-এর মধ্যে অলআউট হয়নি। রোহিতের নেতৃত্বে, টিম ইন্ডিয়া প্রথম ২০১৭সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৩ রানে গুটিয়ে যায়, তারপরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ সালে ভারতকে মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায়। এর পর এবার লর্ডসে এই লজ্জার কীর্তিটি পুনরাবৃত্তি করল ইংল্যান্ড।
দ্বিতীয় ম্যাচে হারের হতাশা অবশ্য গোপন করেননি ভারতীয় দলের অধিনায়ক। নিজেও রান পাননি। মেনে নিয়েছেন, তাঁরা নিজেরাই সুযোগ নষ্ট করেছেন। রোহিত বলেছেন, ‘‘আমাদের বোলিং বেশ ভালই হয়েছে। মঈন আলি এবং ডেভিড উইলি একটা ভাল জুটি তৈরি করলেও লক্ষ্য খুব বড় ছিল না। কিন্তু আমরা সেই রানটাও তুলতে পারলাম না।’’ ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি খারাপ ফিল্ডিংয়ের কথাও মেনে নিয়েছেন রোহিত। উইলি ক্যাচ ফেলে দেওয়া নিয়ে তিনি বলেছেন, ‘‘ম্যাচ জিততে হলে ক্যাচ তো ধরতেই হবে। সব ক্যাচই ধরতে হবে। আমরা একদমই ভাল ব্যাট করতে পরিনি। মনে হয়েছিল, পরের দিকে উইকেট ব্যাট করার জন্য কিছুটা সহজ হয়ে যাবে। কিন্তু পুরো ম্যাচেই বোলাররা সাহায্য পেয়েছে।’’
Find out more: