১৯তম এশিয়ান গেমস শুরু হওয়ার কথা ছিল এই বছর ১০ সেপ্টেম্বর থেকে। সেই গেমসই হবে পরের বছর ২৩ সেপ্টেম্বর থেকে। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। চিনে করোনা বৃদ্ধির কারণে ৬ মে জানিয়ে দেওয়া হয়েছিল যে, এই বছর এশিয়ান গেমস করা সম্ভব হচ্ছে না। ওসিএ-র তরফে বলা হয়, ‘শেষ দু’মাস ধরে চিনের অলিম্পিক্স কমিটির সঙ্গে কথা হচ্ছে। অন্য প্রতিযোগিতার সঙ্গে যাতে গেমসের সময় এক না হয়ে যায়, সেই নিয়ে আলোচনা করা হয়।’ এর আগে ২০২০ সালের অলিম্পিকও করোনার কারণে স্থগিত করে দেওয়া হয়েছিল। এক বছর বাদে ২০২১ সালে জাপানের টোকিও বসেছিল অলিম্পিক্সের আসর। একই কারণে চিনও সেই পথেই হাঁচল। বছর খানেক পিছিয়ে দেওয়া হল এশিয়ান গেমস।

অন্যদিকে, কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে দুরন্ত ছন্দে চেতেশ্বর পুজারা। এ বার দলের অধিনায়ক হিসাবে শতরান করলেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনের খেলায় মিডলসেক্সের বিরুদ্ধে লর্ডসে শতরান এল ভারতীয় ব্যাটারের ব্যাট থেকে। মিডলসেক্সের বিরুদ্ধে পুজারার ব্যাটে ভর করে প্রথম দিন ভাল জায়গায় সাসেক্স। চার নম্বরে ব্যাট করতে নেমে সতীর্থ টম আলসোপের সঙ্গে ২১৯ রানের জুটি গড়েন পুজারা। টম ১৩৫ রান করে আউট হন। কিন্তু পুজারা নিজের খেলা চালিয়ে যান। শতরান করেন তিনি। ১০টি চার ও একটি ছক্কা মেরেছেন এই ডান হাতি ব্যাটার। প্রথম দিনের শেষে সাসেক্সের রান ৪ উইকেটে ৩২৮। পুজারা ১১৫ রান করে অপরাজিত রয়েছেন। কাউন্টিতে মিডলসেক্সের হয়ে খেলছেন উমেশ যাদব। পুজারার বিরুদ্ধে ভাল বল করলেও তাঁকে আউট করতে পারেননি উমেশ। প্রথম দিন ১৮ ওভার বল করেও উইকেটের খাতা শূন্য থাকে ভারতীয় বোলারের।

Find out more: