আইসিসি রিভিউ শোয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, ‘‘আমি যদি প্রতিপক্ষ অধিনায়ক হতাম বা বিপক্ষের কোনও ক্রিকেটার হতাম, তা হলে যে ভারতীয় দলে কোহলি থাকবে, সেই দলকে বেশি ভয় পেতাম। যে দলে কোহলি থাকবে না, তাকে অত ভয় পেতাম না।’’ এখানেই শেষ নয়। কোহলির খারাপ ফর্ম নিয়ে পন্টিং বলেছেন, ‘‘আমি জানি কোহলিকে এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। কিন্তু এই খেলাটার সঙ্গে জড়িত থাকা যত মহান ক্রিকেটারকেই আমি দেখেছি, তাদের সবাইকে কোনও না কোনও সময়ে এই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। আর সেই সব ক্রিকেটার এই পরিস্থিতি থেকে বার হওয়ার রাস্তা ঠিক খুঁজে নিতে পারে। কোহলিও ঠিক সেই রাস্তাটা খুঁজে পাবে। শুধু সময়ের অপেক্ষা।’’ পন্টিংয়ের সংযোজন, ‘‘আমি যদি ভারতের কোচ বা অধিনায়ক হতাম, তা হলে কোহলিকে ডেকে একটা কথাই বলতাম— নিজের উপরে বিশ্বাস রাখো আর পরিশ্রম করে যাও। যে কারণে তুমি বহু বছর বিশ্বের সেরা ক্রিকেটার ছিলে, সেই কারণের উপরে বিশ্বাস রাখো। ঠিক রানে ফিরবে।’’
অন্যদিকে, রোহিত শর্মার (Rohit Sharma) পর এ বার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ কমানোর দাবি করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন হেড কোচের মতে, দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করার থেকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা অনেক ভাল। তাঁর দাবি অতিরিক্ত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্রিকেটাররা দ্রুত ক্লান্ত হয়ে যাচ্ছেন। এতে খেলার প্রতি প্যাশন কমে যাচ্ছে। তিনি বলেন, "দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা নিয়ে ভাবার সময় এসেছে, বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজ। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান-সহ বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ হয়। আমার মতে সেই লিগগুলোকে উৎসাহ দেওয়া উচিত। দ্বিপাক্ষিক সিরিজ কম খেলে বিশ্বকাপে খেলতে নামুক দেশগুলো। এর ফলে বিশ্বকাপের গুরুত্ব আরও বেড়ে যাবে। মানুষ অপেক্ষা করে থাকবে বিশ্বকাপের জন্য।"
Find out more: