দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্যই টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এসিসি-র তরফে জানানো হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। ওঁদের বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওঁরা আয়োজন করতে পারবেন না।’ তা হলে কোথায় হবে এই প্রতিযোগিতা? আয়োজনের সম্ভাবনা রয়েছে ভারতেও। এশিয়ার ক্রিকেট নিয়ামক সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘‘আমিরশাহি চূড়ান্ত বিকল্প জায়গা নয়। ভারত বা অন্য কোনও দেশে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা হতে পারে। আগে শ্রীলঙ্কার কর্তারা আমিরশাহির কর্তাদের সঙ্গে আলোচনা করুন। শ্রীলঙ্কার প্রস্তাবে আমিরশাহি রাজি হলে এক রকম। না হলে অন্য কোনও দেশে হবে প্রতিযোগিতা।’’ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বা সচিব জয় শাহ অবশ্য ভারতে এশিয়া কাপ আয়োজন করা নিয়ে কোনও ইঙ্গিত দেননি এখনও।
অন্যদিকে, চোট আঘাতের জন্য তিন মাসেরও বেশি সময় ধরে তিনি সাইডলাইনে! তবে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলকে খুশির খবর শোনালেন দীপক চাহার (Deepak Chahar)। সাদা বলের ক্রিকেটে ভারতের স্পেশ্যালিস্ট বোলার ফের মাঠে নামলেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শেষ করে চাহার ক্লাব ম্যাচ খেলে নিজেকে পরখ করে নিলেন। ইনস্টাগ্রামে বল করার ভিডিয়ো পোস্ট করে কামব্যাকের ইঙ্গিত দিয়ে রাখলেন। চাহার ভিডিয়োতে লিখলেন, "৫ মাস পর ম্যাচে বল করলাম। অভিষেক করার মতোই আনন্দ হচ্ছে।"
Find out more: