ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ান ডে-তে ২ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। ম্যাচের পর ধাওয়ান বলেন, "আমার মতে দারুণ দলগত পারফরম্যান্স। আমরা ভুল করেছি। কিন্তু সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। নিজেদের ওপর বিশ্বাস ছিল যে পারব। মিডল অর্ডারের ব্যাটিং দেখে আমিও চমকেছি। সকল ব্যাটারাই দারুণ খেলেছে। বিশেষত অক্ষর ও আবেশ। ওদের চারগুলি ছিল দেখার মতো। দুর্দান্ত। আমাদের ঘরোয়া ক্রিকেট ও আইপিএল-ই আমাদের তৈরি রাখে বিরাট সংখ্যক দর্শকের সামনে খেলতে। অক্ষর আইপিএলে এরকম ইনিংস বহুবার খেলেছে। বড় মঞ্চে খেলল এবার।" ম্যাচের পর টিম ইন্ডিয়া ড্রেসিংরুমে সেলিব্রেট করে। ধাওয়ান সেই ভিডিও ট্যুইট করেছেন।
আর এই সিরিজ জেতার ফলে অনন্য নজির টিম ইন্ডিয়ার। ২০০৭ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ হারেনি ভারত। গত ১৫ বছরে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ঘরে-বাইরে মিলিয়ে টানা ১২টি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে তারা। ১৯৯৬ থেকে ২০২১ সালের মধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ১১টি এক দিনের সিরিজ জিতেছিল পাকিস্তান। তালিকায় দ্বিতীয় স্থানে তারা। তৃতীয় স্থানেও রয়েছে পাকিস্তান। ১৯৯৯ থেকে ২০২২ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ১০টি এক দিনের সিরিজ জিতেছিলেন বাবর আজমরা। দক্ষিণ আফ্রিকা ১৯৯৫ থেকে ২০১৮ সালের মধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ৯টি এক দিনের সিরিজ জিতেছে। তালিকায় পঞ্চম স্থানে আবার রয়েছে ভারত। ২০০৭ থেকে ২০২১ সালের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ৯টি এক দিনের সিরিজ জিতেছে তারা।
Find out more: