শনিবার বার্মিংহ্যামে ভারোত্তোলনে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন সঙ্কেত সরগর (Sanket Sargar)। তিনি জেতেন রুপো। এবার ভারোত্তোলনেই দেশকে দ্বিতীয় পদক এনে দিলেন গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। তিনি পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন এদিন। গুরুরাজা মোট ২৬৯ কেজি (স্ন্যাচে ১১৮ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১৫১ কেজি) ভারোত্তোলন করেছেন। ২৯ বছরের কর্ণাটকের ভারোত্তোলকের এটি দ্বিতীয় কমনওয়েলথ পদক। গতবার গোল্ড কোস্ট কমনওয়েলথে গুরুরাজা রুপো জিতেছিলেন ৫৬ কেজি বিভাগে।

তবে সোনা জয়ের সঙ্কেত দিচ্ছিলেন সঙ্কেত সরগর। প্রায় ছুঁয়েও ফেলেছিলেন বার্মিংহাম কমনওয়েলথে দেশের প্রথম সোনার পদকটা। শেষ মুহূর্তে পদস্খলন। স্ন্যাচিংয়ে ১১৩ কেজি তুলে শীর্ষে থাকলেও ক্লিন এবং জার্ক বিভাগে সেই স্থান ধরে রাখতে পারলেন না। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় ১৩২ কেজি তুললেও দ্বিতীয় বার ১৩৯ কেজি তুলতে গিয়ে হাতে চোট পেলেন। হার মানতে চাননি। চোট নিয়েই তৃতীয় বার ভার তুলতে এলেন। কিন্তু ব্যর্থ হলেন। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। মহারাষ্ট্রের সাংলি জেলায় ভারোত্তোলন পরিচিত খেলা। সাংলিতে ছোটরা ভারোত্তোলন করবে, এটাই স্বাভাবিক ছবি। সেখানেই জন্ম সঙ্কেতের। বাবার পানের দোকান রয়েছে। ২২ বছরের সঙ্কেত ছোটবেলা থেকেই অনুশীলন শুরু করেন। মাত্র ১৩ বছর বয়স থেকে শুরু সঙ্কেতের ভারোত্তোলন। সঙ্কেত প্রথম নজরে আসেন ২০২০ সালে। সিনিয়রদের জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি। ২০২০ সালে খেলো ইন্ডিয়া গেমসেও সোনা পান সঙ্কেত। তাঁর সাফল্যের উত্থান সেখান থেকেই।

Find out more: