চলতি বছর ২৭ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে ভারত যে, পূর্ণশক্তির দল নামাবে তা বলার অপেক্ষা রাখে না। কোহলির প্রত্যাবর্তনের ব্যাপারে পিটিআই এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, "বিরাট নির্বাচকদের সঙ্গে কথা বলেছে। এশিয়া কাপ থেকেই ওকে পাওয়া যাবে। এশিয়া কাপ থেকে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত প্রথম দলের প্লেয়াররা সেভাবে কোনও বিশ্রাম পাবে না। দু'সপ্তাহের উইন্ডো পাওয়া যাবে। উইন্ডিজ সফরের পর বিশ্রাম নেওয়ার সুযোগ রয়েছে।"
অন্যদিকে, কমনওয়েলথ গেমসে নিজে থাকতে পারেননি চোটের জন্য। টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া ভারতীয় খেলোয়াড়দের বার্তা দিলেন বাইরে থেকেই। ইংল্যান্ডের মাটিতে আরও অনেক বার ভারতের জাতীয় সঙ্গীত বাজুক, এটাই আশা নীরজের। সদ্য সমাপ্ত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছেন নীরজ। সেখানে খেলতে গিয়েই চোট পান তিনি। সেই কারণে কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না ভারতের সোনার ছেলে। নিজে নামতে না পারলেও তিনি চাইছেন দেশের হয়ে পদক নিয়ে আসুক বাকি খেলোয়াড়রা। নীরজ রবিবার একটি ভিডিয়ো বার্তায় বলেন, “কমনওয়েলথ গেমসে আমাদের শুরুটা ভাল হয়েছে। জাতীয় সঙ্গীতও বেজেছে। আশা করব আরও অনেক বার জাতীয় সঙ্গীত শুনতে পারব।” ভারোত্তোলনে মীরাবাই চানু এবং জেরেমি লালরিনুঙ্গা সোনা এনে দিয়েছেন ভারতকে। এখনও অনেক খেলা বাকি রয়েছে। সেই সব প্রতিযোগীর কথা মাথায় রেখে নীরজ বলেন, “যাদের খেলা বাকি রয়েছে, তাদের শুভেচ্ছা জানাই। সবাই মন দিয়ে খেলো। দর্শকদের বলব সকলকে উৎসাহ দিন। হারুক, জিতুক সবাইকে শুভেচ্ছা জানান।”
Find out more: