এশিয়া কাপ ২০২২-এর তারিখ ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মঙ্গলবার (০২ আগস্ট) এক বিবৃতিতে চূড়ান্ত সূচি ঘোষণা করে এসিসি। এবারের আসরের পর্দা উঠবে ২৭ আগস্ট,  চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরের প্রথম দিনই মাঠে নামছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ২৭ আগস্ট মুখোমুখি হবে দুদল। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। গত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মঙ্গলবার বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন, 'প্রতীক্ষার অবসান। এশিয়ার সেরা কে, সে যুদ্ধ শুরু হবে ২৭ অগস্ট। গুরুত্বপূর্ণ ফাইনাল আগামী ১১ সেপ্টেম্বর হবে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উপযুক্ত প্রস্তুতির মাধ্যম হয়ে উঠবে পঞ্চদশ এশিয়া কাপ।'

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি:

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ অগস্ট (শনিবার), গ্রুপ বি, দুবাই।
ভারত বনাম পাকিস্তান: ২৮ অগস্ট (রবিবার), গ্রুপ এ দুবাই।
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৩০ অগস্ট (মঙ্গলবার), গ্রুপ বি, শারজা।
ভারত বনাম কোয়ালিফায়ার: ৩১ অগস্ট (বুধবার), গ্রুপ এ, দুবাই।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), গ্রুপ বি, দুবাই।
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর (শুক্রবার), গ্রুপ এ, শারজা।
বি১ বনাম বি২: ৩ সেপ্টেম্বর (শনিবার), সুপার ৪, শারজা।
এ১ বনাম এ২: ৪ সেপ্টেম্বর (রবিবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি১: ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), সুপার ৪, দুবাই।
এ২ বনাম বি২: ৭ সেপ্টেম্বর (বুধবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), সুপার ৪, দুবাই।
বি১ বনাম এ২: ৯ সেপ্টেম্বর (শুক্রবার), সুপার ৪, দুবাই।
ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) সুপার ৪-র প্রথম বনাম সুপার ৪-র দ্বিতীয়, দুবাই।


Find out more: