সোনা জিতলেন লক্ষ্য় সেন। পরের দু’টি গেমে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে বিপক্ষ মালয়েশিয়ার জে ইয়ংকে হারিয়ে দিলেন। লক্ষ্য জিতলেন ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে। কমনওয়েলথ গেমসে এই নিয়ে ২০টি সোনা হয়ে গেল ভারতের। বার্মিংহামের এনইসি অ্যারেনায় ফাইনালে বিশ্বমানের ব্যাডমিন্টন দেখতে পেলেন দর্শকরা। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অল ইংল্যান্ডে পদক জিতেছেন লক্ষ্য। এ বার কমনওয়েলথেও পদক পেয়ে গেলেন। দলগত ইভেন্টে খুব একটা ভাল না খেললেও সিঙ্গলসে শুরু থেকেই ছন্দে ছিলেন। ফাইনালেও একই রকম ছন্দে দেখা গেল উত্তরাখণ্ডের ব্যাডমিন্টন খেলোয়াড়কে। সিঙ্গলসে প্রথম তিনটি ম্যাচে সরাসরি জেতেন। সেমিফাইনালের পর ফাইনালও জিতলেন এক সেট খুইয়ে।
অন্যদিকে, বেশ কয়েক মাস হয়ে গেল ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবুও টিম ইন্ডিয়ার (Team India) সঙ্গে বেশ জড়িয়ে আছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। রবিবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজ জয়ের পর দেখা গেল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর গাড়িতে চেপে গোটা মাঠ ঘুরলেন রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থরা (Rishabh Pant)। ঠিক যেমন ভাবে সেই ১৯৮৫ সালে বেনসন অ্যান্ড হেজেস ট্রফি জিতে মাঠ ঘুরেছিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)-কপিল দেবরা (Kapil Dev)। সেই স্মৃতি ফিরিয়ে আনল টিম ইন্ডিয়া। তিন স্পিনার রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের দাপটে ওয়েস্ট ইন্ডিজ ১০০ রানে অল আউট হয়ে যায়। ফলে ৮৮ রানে জিতে সিরিজ নিজেদের নামে করে নেয় ভারতীয় দল। আর এর পরেই গাড়ি চেপে মাঠে ঘুরে বেড়ান কুলদীপ যাদব-ঈশান কিশানরা। তারা একটি চার চাকার গাড়িতে চড়ে মাঠে ঘুরলেন। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
Find out more: