২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে তৃতীয় স্থানে ছিল ভারত। এবার একধাপ নীচে নেমে চতুর্থ হয়েছে ভারত। এবছর ভারতের ঝুলিতে এসেছে ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ। মোট ৬১টি পদক। এবছর গেমসে শুটিং এবং তিরন্দাজি ছিল না। থাকলে অবশ্য ভারতের পদক সংখ্যা আরও বাড়ত বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। এই দুই খেলায় কমনওয়েলথ দেশগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ভারত। গতবার গেমসে শুটিং থেকে ১৬টি পদক এসেছিল ভারতের ঝুলিতে। তার মধ্যে ছিল সাতটি সোনা।
বার্মিংহামে পদক সংখ্যার বিচারে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বাকি সব দেশের ধরাছোঁয়ার বাইরে। ৬৭টি সোনা, ৫৭টি রুপো এবং ৫৪টি ব্রোঞ্জ–সহ মোট ১৭৮টি পদক জিতে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। ৫৭টি সোনা, ৬৬টি রুপো, ৫৩টি ব্রোঞ্জ-সহ মোট ১৭৬টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তালিকায় তৃতীয় স্থানে শেষ করা কানাডার সংগ্রহ ২৬টি সোনা, ৩২টি রুপো, ৩৪টি ব্রোঞ্জ-সহ মোট ৯২টি পদক। ভারতের স্থান পদক তালিকায় চতুর্থ। ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩ ব্রোঞ্জ-সহ মোট ৬১টি পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। তালিকার পঞ্চম স্থানে শেষ করা নিউজিল্যান্ডের সংগ্রহ ২০টি সোনা, ১২টি রুপো এবং ১৭টি ব্রোঞ্জ-সহ মোট ৪৯টি পদক। চোটের জন্য বার্মিংহামে যেতে পারেননি জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াও। গোল্ড কোস্ট গেমসে ভারতের মোট পদক ছিল ২৬টি সোনা, ২০টি রুপো এবং ২০টি ব্রোঞ্জ-সহ মোট ৬৬টি। সেই হিসাবে অন্য খেলাগুলি থেকে এসেছিল ৫০টি পদক। এ বার এসেছে ৬১টি পদক। তিরন্দাজি অবশ্য গোল্ড কোস্টেও ছিল না।
Find out more: