রোহিত শর্মা জানিয়েছেন, সাজঘরে এমন ক্রিকেটারদের রাখতে চাইছেন, যাঁরা অনায়াসে প্রথম একাদশে ঢুকতে পারেন। কেউ চোট পেলেও দল যাতে কোনও সমস্যায় না পড়ে। চোট এবং টানা ম্যাচ খেলার ধকল সামলাতেই শক্তিশালী বেঞ্চ তৈরির কথা বলেছেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের এখন প্রচুর ক্রিকেট খেলতে হয়। চোট আঘাত লাগেই খেলতে গিয়ে। টানা খেলার ধকলও কম নয়। এ সব সামলাতেই আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছি ক্রিকেটারদের। সাজঘরে এমন ক্রিকেটারদের রাখতে চাইছি, যারা যে কোনও সময় মাঠে নেমে খেলে দিতে পারবে। তাই আমরা অনেক তরুণকে খেলাচ্ছি। আন্তর্জাতিক মঞ্চে ওদের দেখে নেওয়া যাচ্ছে। অনেকে ভাল পারফরম্যান্সও করছে।’’ ভবিষ্যতের কথা ভেবে দলের বেঞ্চের শক্তি বাড়াতে চাইছেন কোচ রাহুল দ্রাবিড় এবং রোহিত। অধিনায়ক বলেছেন, ‘‘আমরা বেঞ্চের শক্তি বাড়াতে চাইছি। আমরা চাই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ থাকুক নিরাপদ হাতে। সেই পরিকল্পনা মতোই আমরা একটা পদ্ধতি অনুসরণ করে চেষ্টা করছি।
পাশাপাশি ২০১৮ সালের গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে পদক সংখ্যা ছিল ৬৬। তবে এ বার বার্মিংহামে পদক সংখ্যা কমে হল ৬১। সদ্য সমাপ্ত কমনওয়েলথে ভারত মোট ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পেয়েছে। তবে তাতে কি! পিভি সিন্ধু, লক্ষ্য সেনদের প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট কোহলি। টুইটারে শুভেচ্ছা জানালেন ভারতীয় দলকে। বিরাট টুইটারে লিখেছেন, 'তোমাদের জন্য দেশের খ্যাতি আরও বেড়েছে। কমনওয়েলথে পদক জয়ী ও অংশ নেওয়া সব ভারতীয় অ্যাথলিটকে অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের জন্য আমরা গর্বিত। জয় হিন্দ।' ভারতের কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল ২০১০ সালে। সে বার দিল্লি কমনওয়েলথ গেমসে মোট ১০১টি পদক জিতে দ্বিতীয় স্থানে ছিল টিম ইন্ডিয়া।
Find out more: