প্রত্যাবর্তন এবং জয় দিয়ে শুরু। দেড় বছর পরে অবশেষে প্রো-বক্সিংয়ে ফিরলেন বিজেন্দ্রর সিং। আর ফিরে প্রথম ম্যাচেই ঘানার বক্সার এলিয়াসু সুলেকে নকআউট করলেন ভারতীয় বক্সার। ছত্তীশগঢ়ের রাইপুরে বলবীর সিংহ জুনেজা স্টেডিয়ামে খেলতে নামেন বিজেন্দ্র। ছ’রাউন্ডের মধ্যে মাত্র দু’রাউন্ডই টিকতে পারেন সুলে। ম্যাচ জিততে মাত্র পাঁচ মিনিট সাত সেকেন্ড সময় লাগে ভারতের হয়ে অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বিজেন্দ্রর। খেলার শুরু থেকেই একের পর এক ঘুষি আছড়ে পড়তে থাকে সুলের উপর। কোনও জবাব ছিল না ঘানার বক্সারের কাছে। প্রথম রাউন্ড কোনও রাউন্ডে টিকলেও দ্বিতীয় রাউন্ডে আর পারেননি সুলে। বিজেন্দ্রর সামনে হার স্বীকার করেন তিনি।
অন্যদিকে, সবকিছু ঠিকঠাক থাকলে লুসানে আয়োজিত ডায়মন্ড লিগ মিটিংয়ে (Lausanne Diamond League Meeting) কামব্যাক করতে পারেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সুত্র মারফত এমনটাই জানা গিয়েছে। কুঁচকির চোটের জন্য কমনওয়েলথ গেমস (Commonwealth Games) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন 'সোনার ছেলে'। আগামি ২৬ অগস্ট থেকে শুরু হচ্ছে ডায়মন্ড লিগ মিটিং। এই প্রতিযোগিতায় কামব্যাক করা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনাজয়ী এই জ্যাভলিন থ্রোয়ার। তবে নীরজ ঘনিষ্ট সুত্রের দাবি, 'এই মুহূর্তে বিদেশে রিহ্যাব করছেন নীরজ। তাঁর কোচ ও সাপোর্ট স্টাফ সঙ্গে রয়েছেন। সামনেই ডায়মন্ড লিগ মিটিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামি কয়েকদিনের মধ্যে প্রতিযোগিতায় নামার ব্যাপারে নীরজ ও তাঁর টিম চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'
Find out more: