টপ অর্ডার ব্যর্থ হলেও সঞ্জু স্যামসন (Sanju Samson) ও দীপক হুডার (Deepak Hooda) ব্যাটের উপর ভর করে দ্বিতীয় একদিনের ম্যাচ ৫ উইকেটে জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। তাও আবার ২৪.২ ওভার বাকি থাকতে এল এই জয়। একইসঙ্গে ৫ উইকেটে ১৬৭ রান তুলে এই ম্যাচ জেতার জন্য চলতি তিন ম্যাচের একদিনের সিরিজ নিজেদের নামে লিখিয়ে নিল 'মেন ইন ব্লু' ব্রিগেড। এখন শুধু ঘরোয়া দলকে ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করার অপেক্ষা।

প্রসঙ্গত, প্রথম ম্যাচে দীপক তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। তাঁকেই দ্বিতীয় ম্যাচে নেওয়া হয়নি। দীপকের চোট রয়েছে কি না তা স্পষ্ট করে জানানো হয়নি। বোলিং আক্রমণে দীপককে বাদ দিয়েও ভারতের কোনও অসুবিধা হয়নি। তাঁর বদলে মাঠে নামা শার্দূল ঠাকুর শনিবার তিন উইকেট নেন। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অক্ষর পটেল, কুলদীপ যাদব এবং দীপক হুডা। ভারতের সামনে জিম্বাবোয়ের শন উইলিয়ামস এবং রিয়ান বার্ল ছাড়া কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। টস জিতে লোকেশ রাহুল এই ম্যাচে ফের বোলিং নেওয়ার পরেই মনে হয়েছিল জিম্বাবোয়ের ইনিংসে ফের ভোর ধরাতে পারেন প্রসিদ্ধরা। জিম্বাবোয়ের হয়ে উইলিয়ামস করেন ৪২ রান। বার্ল অপরাজিত থাকেন ৩৯ রানে। বাকি ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের রানে পৌঁছেছেন ইনোসেন্ট কাইয়া (১৬) এবং সিকান্দার রাজা (১৬)। সিরিজের প্রথম ম্যাচ ১০ উইকেটে জেতে ভারত। দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেটে জিতল ভারত।

Find out more: