জিম্বাবোয়ের হারারে স্টেডিয়ামে টানা ১১টি ম্যাচ জিতল ভারত। লোকেশ রাহুলের নেতৃত্বে সিরিজ জয়ের সঙ্গে শনিবার রেকর্ডও গড়ল তারা। একটি মাঠে পর পর সব থেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড ছিল পাকিস্তানের। শারজার মাঠে ১৯৯০ সালে টানা ১০টি এক দিনের ম্যাচ জিতেছিল তারা। ১৯৯২ থেকে ২০০১ সালের মধ্যে ব্রিসবেনে টানা ন’টি এক দিনের ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৩ সাল থেকে ভারত জিম্বাবোয়ের হারারেতে টানা জিতে চলেছে। সোমবার সিরিজের শেষ ম্যাচটি ভারত জিতে নিলে হারারেতে টানা ১২টি ম্যাচে জয় তুলে নেবে। শনিবার টস জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠায় ভারত। ১৬১ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ে। পাঁচ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতেছিল ১০ উইকেটে। তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। একটি ম্যাচ জিতলেই জিম্বাবোয়েকে চুনকাম করবে তারা।

অন্যদিকে, দুজনেই এই মুহূর্তে একেবারে ছুটির মেজাজে রয়েছেন। তাই বলে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) মুম্বই-এর বৃষ্টি ভেজা রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরে বেড়াবেন! এমনই মুহূর্ত শনিবার দেখা গেল। সেলেব দম্পতি এ দিন মুখে কালো হেলমেট চাপিয়ে মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়ালেন। তাঁদের সেই মুহূর্তকে ফ্রেমবন্দী করার জন্য উৎসাহীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি। অবশ্য স্কুটি চেপে মহানগরী ভ্রমণের আগে দুজনকে একটি বিজ্ঞাপনি শুটিংয়ে দেখা যায়। সেখানেও খোশমেজাজে ছিলেন বিরুষ্কা। দেদার ছবি বিলোলেন দুই মহাতারকা। ২০১৭ সালে বিয়ে করেছিলেন দুই সেলিব্রেটি। অবশ্য বিয়ের অনেক আগে থেকেই দুজনের প্রেম ছিল চর্চায়। ২০২১ সালে তাঁদের সংসারে আসে মেয়ে ভামিকা। ভামিকাকে বড় করে তোলার জন্য অনুষ্কা সিনেমার প্রোডাকশন হাউস পর্যন্ত ছেড়ে দিয়েছেন। এ দিন ছবি তোলার সময় সবুজ শার্ট ও কালো রঙের ট্রাউসার পরেছিলেন। সঙ্গে ছিল টুপি। অন্যদিকে কালো টি-শার্ট ও ট্রাউসারে বেশ মানিয়েছিল নায়িকাকে।

Find out more: