ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি ম্যাচে ৯৮ রানে অপরাজিত থাকার পরে বৃষ্টি নেমে যায়। সে ম্যাচে আন্তর্জাতিক সেঞ্চুরি হাতছাড়া করেন শুভমন। সেঞ্চুরি না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন। যুবরাজের কাছে জানতে চেয়েছিলেন, কী করলে আসবে সেঞ্চুরি? প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার তখন তাঁকে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছিলেন। জ়িম্বাবোয়ে সিরিজ় শেষে ঈশান কিশানের সঙ্গে সাক্ষাৎকারে সে সব তুলে ধরলেন শুভমন। বিসিসিআই ডট টিভিতে শুভমনকে ঈশান প্রশ্ন করেন, ‘‘তোমার সেঞ্চুরির পরে যুবি পা গণমাধ্যমে প্রশংসা করেছেন। কতটা বিশেষ এই প্রশংসা?’’ শুভমনের উত্তর, ‘‘জ়িম্বাবোয়ে সিরিজ় শুরু হওয়ার আগে যুবি পা-এর সঙ্গে অনেক কিছু নিয়েই কথা হয়। তাকে বলেছিলাম, সেঞ্চুরি পাচ্ছি না। খুব হতাশ লাগছে। যুবি পা বলেছিল, সেঞ্চুরির কথা চিন্তা করে ব্যাট করতে নামলে তা পাওয়া খুব কঠিন। বলের মান অনুযায়ী ব্যাট কর। তুই ভাল খেলছিস। সেঞ্চুরি শুধু সময়ের অপেক্ষা। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাট করার সময় যুবি পা-এর সেই মন্তব্য আমার মাথার মধ্যে ছিল। তাই ধীরে ধীরে বড় রানের দিকে পৌঁছে গিয়েছি।’’

অন্যদিকে, সুপ্রিম কোর্টের (Supreme Court) সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছেন না। প্রচণ্ড হতাশ বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। আসলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক। সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন, প্রশাসক কমিটি ভারতীয় ফুটবলের জন্য যে খসড়া সংবিধান তৈরি করেছে তাতে যেন মান্যতা দেওয়া হয়। কিন্তু এতে লাভ হয়নি। প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়দের প্রশাসক কমিটিকে সরিয়ে দেওয়ার সঙ্গে প্রাক্তন ফুটবলারদের ভোট দানের অধিকারকেও মান্যতা দেয়নি দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এমন নির্দেশে হতাশ ভাইচুং। এই ইস্যু নিয়ে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বাইচুং বলেন, 'আসলে আমি হতাশ। ফুটবলারদেরও প্রশাসনে জায়গা দেওয়ার আবেদন করেছিলাম। সেটা হয়নি। তবে পিছিয়ে যাব না। আমাদের লড়াই চলবে। ফেডারেশন, ক্রীড়ামন্ত্রক থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, সব জায়গায় বার বার আবেদন করব। ভবিষ্যতে যখন ভারতীয় ফুটবলের নতুন সংবিধান তৈরি হবে তখন যেন প্রাক্তন ফুটবলারদের জায়গা দেওয়া হয়। দেশের হয়ে খেলার পর এতটুকু তো আমাদের প্রাপ্য।'

Find out more: