টিম ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরশাহী উড়ে যাওয়ার আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দলের হেডস্যার রাহুল দ্রাবিড়। এখন দ্রাবিড়ের পরিবর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ সাময়িক ভাবে ভারতীয় দলের দায়িত্বে। বুধবার সন্ধ্যায় বিসিসিআই মেইল মারফত এই বার্তা দিয়ে দিল। জিম্বাবােয়ের বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি বিসিসিআই বিশ্রাম দিয়েছিল দ্রাবিড়কেও। তাঁর পরির্বতে স্ট্যান্ড-ইন কোচ হিসাবে কেএল রাহুলদের সঙ্গে লক্ষ্মণ উড়ে গিয়েছিলেন জিম্বাবোয়েতে। লক্ষ্মণের কোচিংয়ে ভারত জিম্বাবোয়েকে ৩-০ হোয়াইটওয়াশ করেছিল। বিসিসিআই জানিয়েছে যে, দ্রাবিড়ের কোভিড রিপোর্ট নেগেটিভ আসলেই তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে চলে আসবেন। যতক্ষণ না পর্যন্ত দ্রাবিড় ফিট হচ্ছেন, ততক্ষণ রোহিত-বিরাটদের দেখভালের দায়িত্বে লক্ষ্মণই।

অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সংক্রান্ত মামলার শুনানির বেঞ্চ বদল হয়ে গেল। সুপ্রিম কোর্টে শুনানি হবে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান সংশোধনের মামলাটিও শুনবে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমণার বেঞ্চের তরফে এ কথা জানানো হয়েছে। বিসিসিআই সংক্রান্ত মামলার শেষ নির্দেশ দেওয়া হয়েছিল ২০১৮ সালের ৯ অগস্ট। মামলাটি শুনছিল তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। সেই বেঞ্চে ছিলেন বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি হিমা কোহলী, বিচারপতি সিটি রবিকুমার এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারপতি মিশ্র এবং বিচারপতি খানউইলকর অবসর নিয়েছেন। প্রধান বিচারপতি রমণা বলেছেন, ‘‘বিচারপতি মিশ্র এবং বিচারপতি খানউইলকর এখন নেই। তাই বিচারপতি চন্দ্রচূড় এবং আরও দুই বিচারপতির বেঞ্চে মামলাটি পাঠালাম।’’

Find out more: