টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, তিন ধরনের ক্রিকেটেই একশো ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির এই কীর্তিতে মুগ্ধ তাঁর সতীর্থরা। সম্প্রচারক চ্যানেল স্টার স্পোর্টসের তুলে দেওয়া টুইটার ভিডিয়োতে অধিনায়ক রোহিত শর্মা বললেন, ‘‘বিরাটের খিদে এবং ক্রিকেট নিয়ে আবেগ অতুলনীয়। এখনও প্রত্যেকটা ম্যাচেই যেন নতুন উদ্যম নিয়ে মাঠে নামে। প্রত্যেকটা ফর্ম্যাটে একশো ম্যাচ খেলা নিশ্চয়ই কোনও সহজ কাজ নয়।’’ অধিনায়ক যোগ করেন, ‘‘দুর্দান্ত একটা প্রাপ্তি। আমি ব্যক্তিগত ভাবে বিরাটকে অভিনন্দন জানাতে চাই। যখনই ওকে দেখি, মনে হয় নিজের খেলাকে অনেক উচ্চ স্তরে নিয়ে যাচ্ছে। আশা করব, এশিয়া কাপও ব্যতিক্রম হবে না।’’ সঙ্গে প্রার্থনা, ‘‘বিরাট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এক জন খেলোয়াড়। আশা করব, দলের স্বার্থে এশিয়া কাপে ওর সেরা ছন্দে থাকবে।’’
কে এল রাহুল বললেন, ‘‘বিরাট অনেক দিন ধরেই আমাদের নেতা। ফিটনেস, পারফরম্যান্সকে অন্য উচ্চতায় নিয়ে যেতে শিখিয়েছে। যে ভাবে ও আরও ভাল খেলোয়াড় হওয়ার জন্য আমাদের উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে, ক্রমাগত লেগে থেকেছে, তা ভোলা যাবে না। একটা তরুণ ভারতীয় দলকে পথ দেখিয়ে আজকের জায়গায় এনেছে।’’ শুধু ভারতীয় ক্রিকেটারেরাই নন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে তাঁর প্রাক্তন সতীর্থ, বন্ধু এবি ডিভিলিয়ার্স আবেগপূর্ণ বার্তা পাঠিয়েছেন কোহলিকে। স্টার স্পোর্টসের টুইটারে প্রকাশিত ভিডিয়োতে এবি বলেছেন, ‘‘শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আমার প্রিয় বন্ধু বিরাটকে অভিনন্দন জানাতে চাই। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সব ধরনের ক্রিকেটে একশো ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করছে বিরাট। কী অসাধারণ এক প্রাপ্তি! আমরা সকলে তোমাকে নিয়ে গর্বিত।’’
Find out more: