ঝুলন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলবেন ২৪ সেপ্টেম্বর লর্ডসের মাঠে। হরমনপ্রীত কউর ক্রিকেটে ঝুলন গোস্বামীর অবদানের কথা স্মরণ করে বলেছেন যে এই অভিজ্ঞ পেসারের খেলার প্রতি অনুরাগ তুলনাহীন এবং কেউ দলে তার জায়গা পূরণ করতে পারবে না। ২৪ সেপ্টেম্বর,তিনি তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের শেষ ম্যাচ খেলবেন ঝুলন গোস্বামী। আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ঝুলনের নামে। ম্যাচ জিতিয়ে অকপট নাজিবুল্লাহ ২০০৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঝুলনের নেতৃত্বে হরমনপ্রীতের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। এই কিংবদন্তি ভারতীয় ফাস্ট বোলারের সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ঝুলনের নামে ২০১টি ওয়ানডেতে ২৫২টি উইকেটের রেকর্ড রয়েছে। ঝুলন একমাত্র মহিলা বোলার যিনি এই ফর্ম্যাটে ২০০-এর বেশি উইকেট শিকার করেছেন। ইংল্যান্ড সফরের জন্য দলের বিদায়ের প্রাক্কালে মিডিয়ার সঙ্গে কথা বলার সময়,হরমনপ্রীত বলেন,‘তিনি প্রতিটি ম্যাচে একই ধরণের আবেগ নিয়ে যান যা অতুলনীয়।’ কেউ তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।

অন্যদিকে, অলরাউন্ডার বলতেই আজও মনে পড়ে যায় হরিয়ানার সেই দামাল ছেলের মুখ। তিরাশি বিশ্বকাপ জিতিয়ে যিনি আন্ডারডগদের স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। যিনি শিখিয়েছিলেন, আশার কাছে হার মানতে পারে নিশ্চয়তা। তিনি কপিল দেব— আরও অনেক ভারতীয় ক্রীড়াপ্রেমীর মতো কি খুঁজে চলেছেন তাঁর উত্তরসূরিকে? পরবর্তী যোগ্য অলরাউন্ডারকে? মঙ্গলবার সকালে এই প্রশ্ন শেষ করার আগেই অবশ্য থামিয়ে দিলেন কিংবদন্তি। বিদেশের উড়ান ধরার ব্যস্ততার মধ্যেও আনন্দবাজারের সঙ্গে একান্ত আলাপচারিতায় বলে দিলেন, ‘‘আর খুঁজতে হবে কেন? হার্দিক পাণ্ড্য ফিরে এসেছে। দুর্ধর্ষ ক্রিকেটার। দারুণ ম্যাচউইনার। পাকিস্তান ম্যাচেও সেটা প্রমাণ করে দিল। হার্দিক যথেষ্ট যোগ্য অলরাউন্ডার। কী রকম দুর্দান্ত ম্যাচ জেতাল দেখুন। তা-ও কি না পাকিস্তান ম্যাচ!’’

Find out more: