জোড়া ম্যাচ জিতে চলতি এশিয়া কাপের সুপার-ফোরে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। শুক্রবার হংকং-কে পাকিস্তান হারালেই, ৪ সেপ্টেম্বর অর্থাৎ ফের আর একটা রবিবার বাইশ গজে 'মাদার অফ অল ব্যাটেল'। বাবর আজমদের বিরুদ্ধে ফের একবার নামার আগে একেবারে মানসিকভাবে ফুরফুরে থাকতে চাইছে রোহিত শর্মার দল। সেই লক্ষ্যেই ক্রিকেট থেকে সাময়িকভাবে চোখ সরিয়ে ছুটির মেজাজে ধরা দিলেন বিরাট কোহলি-সূর্যকুমার যাদবরা। বিসিসিআই-এর তরফে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে।

অন্যদিকে, ভারতীয় জার্সি গায়ে আরও এক বার খেলতে নামবেন সচিন তেন্ডুলকর। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে’ ইন্ডিয়া লেজেন্ডস দলকে নেতৃত্ব দেবেন তিনি। প্রতিযোগিতার উদ্যোক্তারা এ কথা জানিয়েছেন। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম বছরেও ভারতের হয়ে খেলেছিলেন সচিন। সে বারও অধিনায়ক ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়েছিল ইন্ডিয়া লেজেন্ডস। এ বারেও তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে। সচিন ছাড়া দলের বাকি ক্রিকেটারদের নাম অবশ্য এখনও জানানো হয়নি। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ দিন ধরে চলবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। গ্রুপ পর্বের খেলা হবে মোট তিনটি মাঠে। উদ্বোধনী ম্যাচ হবে কানপুরে। বাকি দু’টি মাঠ হল ইনদওর ও দেহরাদূন। দু’টি সেমিফাইনাল হবে রায়পুরে। ১ অক্টোবর সেই মাঠেই হবে ফাইনাল। গত বার ভারতীয় দলে সচিন ছাড়াও বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, এস বদ্রীনাথ, নমন ওঝা, প্রজ্ঞান ওঝা, মুনাফ পটেলরা খেলেছিলেন। এ বার কারা খেলবেন তা এখনও ঠিক হয়নি।

Find out more: