আফগানিস্তানের বিরুদ্ধে চার উইকেটে জিতলেন দাসুন শনাকারা। শারজার মাঠে ১৭৫ রান তাড়া করে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। শেষ ওভার পর্যন্ত চলল লড়াই। শারজায় টস জিতে আফগানিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। যদিও একসময় ২০০ রানের গণ্ডি টপকে যাওয়াও অসম্ভব মনে হচ্ছিল না আফগানিস্তানের। পালটা ব্যাট করতে নেনে শ্রীলঙ্কা চোখে চোখ রেখে পালটা দেয় আফগানিস্তানকে। মুজির উর রহমান, রশিদ খানদের বিষাক্ত ঘূর্ণি সামলে শেষমেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যান সিংহলিরা। ১৯.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। ৫ বল বাকি থাকতে ৪ উইকেটের ব্যবধানে ম্যাচ জেতেন দাসুন শানাকারা।
শ্রীলঙ্কার হয়ে দু’টি উইকেট নেন দিলশান মদুশঙ্কা। একটি করে উইকেট নেন মহেশ থিকশান এবং অসিথ ফার্নান্ডো। ওয়াহিদু হসরঙ্গ কোনও উইকেট না পেলেও চার ওভারে মাত্র ২৩ রান দেন। আফগানিস্তানের রান আটকে রাখার কাজটা করেন অভিজ্ঞ স্পিনার। ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও মাঝ পথে খেই হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। দুই ওপেনার কুশল মেন্ডিস এবং পাথুম নিশঙ্কা ৬২ রানের জুটি গড়েন। তাঁরা ১০ রান প্রতি ওভার তুলছিলেন। কিন্তু রানের গতিতে লাগাম টানেন মুজিব উর রহমানরা। তাতে যদিও খুব সুবিধা হয়নি। শেষ ওভারে গিয়ে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ভানুকা রাজাপক্ষ ৩১ রান করেন। শেষ মুহূর্তে তিনি আউট হতে আশা বেড়েছিল আফাগানিস্তানের। কিন্তু শেষ রক্ষা হয়নি। সুপার ফোরের প্রথম ম্যাচে হারতেই হল আফগানিস্তানকে।
Find out more: