এশিয়া কাপে ভারতের প্রথম ব্যাটার হিসাবে এক হাজার রান পূর্ণ করলেন রোহিত। টপকে গেলে সচিন তেন্ডুলকরকে। এত দিন পর্যন্ত ভারতীয়দের মধ্যে এশিয়া কাপে সব থেকে বেশি রানের রেকর্ড ছিল সচিনের ঝুলিতে। এশিয়া কাপে ২৩টি ম্যাচ খেলে ৯৭১ রান করেছিলেন সচিন। মঙ্গলবারের ম্যাচের পর এশিয়া কাপে রোহিতের মোট রান হল ৩১ ম্যাচে ১০১৬। ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলী। ২০টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৯২৩ রান। সচিনকে টপকে গেলেও এশিয়া কাপে সর্বোচ্চ রান শিকারির তালিকায় রোহিত রয়েছেন তৃতীয় স্থানে। এই তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন সচিন এবং কোহলী। প্রথম দু’টি স্থান শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের দখলে। শীর্ষে রয়েছেন সনথ জয়সূর্য। ২৫টি ম্যাচে তিনি করেছেন ১২২০ রান। দ্বিতীয় স্থানে থাকা কুমার সাঙ্গাকারার সংগ্রহ ২৪ ম্যাচে ১০৭৫।

অন্যদিকে, আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের মেগাফাইনাল। তার আগে সুপার ফোরে বাকি আর তিনটি ম্যাচ। বুধবার অর্থাৎ আজ আফগানিস্তান খেলবে পাকিস্তানের সঙ্গে। বৃহস্পতিবার ভারত খেলবে আফগানদের বিরুদ্ধে। ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তানের। এদিন বাবর আজমরা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে এশিয়া কাপে ভারতের অভিযান 'দ্য এন্ড'। এরপর আর কোনও সমীকরণই কাজ করবে না। এই মুহূর্তে সুপার ফোরের পয়েন্ট তালিকা বলছে, ব্যাক-টু-ব্যাক ম্যাচ জিতে চার পয়েন্টের সৌজন্যে মগডালে শ্রীলঙ্কা। দুয়ে থাকা পাকিস্তানের ঝুলিতে দুই পয়েন্ট। তিনে এবং চারে যথাক্রমে ভারত ও আফগানিস্তান। তাদের ঝুলিতে কোনও পয়েন্টই নেই। ভারত মনেপ্রাণে চাইছে আফগানদের হাতে পাক বধ। আফগানিস্তান জিতলেই কিন্তু ভারত স্বস্তিতে থাকবে না। আগামিকাল ভারতকে বিরাট মার্জিনেই হারাতে হবে রশিদ খানদের। গল্প কিন্তু এখানেই শেষ হচ্ছে না। ফাইনালের টিকিট সংরক্ষণ করার জন্য ভারতকে তাকিয়ে থাকতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দিকেও। পাকিস্তানকেও হারতে হবে সুপার ফোরের শেষ দু’টি ম্যাচ। তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের পয়েন্ট হবে দুই। নেট রান রেটের ভিত্তিতে শিকে ছিঁড়তে পারে রোহিত শর্মাদের।

Find out more: