দলীপ ট্রফিতে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে দ্বিশতরান করলেন পশ্চিমাঞ্চলের অধিনায়ক আজিঙ্কে রাহাণে। দ্বিতীয় দিনের শেষে ২০৭ রানে ব্যাট করছেন তিনি। সঙ্গে রয়েছেন রাহুল ত্রিপাঠি (২৫)। উত্তর-পূর্বাঞ্চলে রয়েছেন সিকিম, মণিপুর, মেঘালয়ের ক্রিকেটাররা, যাঁরা খেলেন প্লেট গ্রুপে। দুর্বল প্রতিপক্ষকে পেয়ে দাপট দেখাচ্ছে দলীপে সবচেয়ে শক্তিশালী পশ্চিমাঞ্চল। দ্বিতীয় দিনের শেষে দুই উইকেট হারিয়ে ৫৯০ রান তুলেছে তারা। রহাণে ছাড়াও দ্বিশতরান পেয়েছে যশস্বী জায়সবাল (২২৮)। আগেই শতরান করেছেন পৃথ্বী শ (১১৩)। শুক্রবার খেলার পর পৃথ্বী বলেছেন, “এই শতরান আমার কাছে বিশেষ। অনুশীলনে কঠোর পরিশ্রমের ফল পাচ্ছি।” বিপক্ষে দুর্বল দল থাকলেও পাত্তা দিলেন না পৃথ্বী। বলেছেন, “ওরা ভাল খেলেছে বলেই এখানে এসেছে।” এ দিকে, উত্তরাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস শেষ হল ৩৯৭ রানে। ভাল খেললেন বাংলার দুই ক্রিকেটার সুদীপ ঘরামি (৬৮) এবং শাহবাজ আহমেদ (৬২)। তবে অধিনায়ক মনোজ তিওয়ারি (২৭) ব্যর্থ। পূর্বাঞ্চলের হয়ে শতরান করেন বিরাট সিংহ (১১৭)।

অন্যদিকে, রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) নিয়ে এ বার নতুন তথ্য সামনে এল। টিম ইন্ডিয়ার (Team India) এই তারকা অলরাউন্ডারের উপর ব্যাপক চটেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিসিসিআই (BCCI)। এশিয়া কাপের (Asia Cup 2022) মাঝে হাঁটুতে চোট পেয়েছিলেন জাড্ডু। চোট এতটাই গুরুতর ছিল গত ৬ সেপ্টেম্বর তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। শোনা যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) খেলতে পারবেন না তিনি। সুত্র মারফত জানা গিয়েছে, জাদেজা যে ভাবে চোট পেয়েছেন সেটা নাকি একেবারেই ভালভাবে দেখছেন না এক শ্রেণির বোর্ড কর্তারা। বিসিসিআই সূত্রের খবর, জাদেজা খেলার সময় বা অনুশীলন চলাকালীন চোট পাননি! নিজের মতো খেলতে গিয়ে তিনি নাকি স্কি বোর্ডের উপর দাঁড়িয়ে চোট পেয়েছেন তিনি। আর তাই জাদেজার উপর বেজায় চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা এই ইস্যু নিয়ে বলেন, 'জাদেজা চোট পেয়েছে স্কি বোর্ডের উপর দাঁড়িয়ে খেলতে গিয়ে। সেই সময় ওর শরীরের দেহের ভারসাম্য হারিয়ে পড়ে যায়। এমনভাবে হাঁটুটা বেঁকে যায় যে, অস্ত্রোপচার করতে হল। এটা একেবারেই অনুশীলনের অংশ ছিল না। এমন ঘটনার কোনও দরকারই ছিল না।'

Find out more: