ইংল্যান্ডের মাটিতে আগুন ঝরল সিরাজের বোলিংয়ে। দল থেকে বাদ পড়েই কি রেগে গেলেন সিরাজ? তাঁর সেই রাগের মাশুল দিতে হল সমারসেটের ব্যাটারদের? প্রশ্ন উঠতেই পারে। কারণ যাই হোক, কাউন্টি ক্রিকেটে প্রথম ম্যাচেই নজর কাড়লেন সিরাজ। ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টিতে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিলেন ভারতীয় জোরে বোলার। কাউন্টি ক্রিকেটের প্রথম ডিভিশনের ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হয়েছে ওয়ারউইকশায়ার এবং সমারসেট। সেই ম্যাচেই বল হাতে বিপক্ষকে নাজেহাল করলেন সিরাজ।

অন্যদিকে, তিনি ভারতীয় (India) কুস্তির জগতে তারকা। ঝুলিতে রয়েছে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) তিনটি সোনা। এহেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat) চলতি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling Championships) বড় ধাক্কা খেলেন। বাছাই পর্বে মঙ্গোলিয়ার (Mongolia) খুলান বাক্তুয়াগের (Khulan Batkhuyag) কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন এই মহিলা কুস্তিগীর। বেলাগ্রেডে আয়োজিত চলতি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে বিপক্ষের কাছে ০-৭ ব্যবধানে হেরে যান ভিনেশ। মাস খানেক আগে শেষ হওয়া বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মোট ১২টি সোনা জিতেছিল ভারত। এরমধ্যে ভিনেশের ঝুলিতে এসেছিল একটি সোনার পদক। ফলে খুব স্বাভাবিকভাবেই তাঁর প্রতি সবার ব্যাপক প্রত্যাশা ছিল। তবে এ বার পারলেন না। খুলান বাক্তুয়াগের মুখে পড়তেই খেই হারিয়ে ফেললেন তিনি। মঙ্গলবার ২৩ নম্বরে থাকা খুলান বাক্তুয়াগের বিরুদ্ধে ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে নেমেছিলেন ভিনেশ। প্রথম রাউন্ডেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী খুলান বাক্তুয়াগ। এরপর আর খেলায় কামব্যাক করতে পারেননি ভিনেশ। ভিনেশ নিজেও এশিয়ান চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতেছেন (একবার সোনা, তিনবার রুপো, চার ব্রোঞ্জ)। এমনকি ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন ভারতের এই কুস্তিগীর। তবে এ বার আর পারলেন না। খালি হাতেই তাঁকে ফিরতে হল।

Find out more: