ভারতের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু অস্ট্রেলিয়ার। তার আগেই চোট পেলেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না মিচেল স্টার্ক, মিচেল মার্শ এবং মার্কাস স্টোইনিস। তাঁদের বদলে তিন জনের নামও ঘোষণা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মার্শ চোটের কারণে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ দু’টি এক দিনের ম্যাচ খেলতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও এক দিনের সিরিজে খেলেননি তিনি। গোড়ালিতে চোট রয়েছে মার্শের। স্টোইনিস চোট পান নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে। ভারতের বিরুদ্ধে খেলতে আসার ঠিক আগে চোট পান স্টার্ক। তিনি হাঁটুতে চোট পেয়েছেন। এই তিন ক্রিকেটারের বদলে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে নেওয়া হয়েছে নাথান ইলিস, ড্যানিয়াল স্যামস এবং শন অ্যাবটকে।

অন্যদিকে, ৬৬ বছর বয়সে চলে গেলেন পাকিস্তানের (Pakistan) বিতর্কিত আম্পায়ার আসাদ রউফ (Asad Rauf)। ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের যাত্রা শুরু করেছিলেন। ১৩ বছরে মোট ২৩১টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছিলেন। লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আসাদ রউফ। ২০০৬ সালে আইসিসির (ICC) এলিট প্যানেলে স্থান পেয়েছিলেন আসাদ। পরবর্তী সাত বছরে তিনি পাকিস্তানের সবচেয়ে বিশিষ্ট আম্পায়ারদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। আলিম দারের (Aleem Dar) পাশাপাশি আসাদ রউফ পাক আম্পায়ারিংয়ের ‘মুখ’ হয়ে উঠেছিলেন। তবে ২০১৩ সালে আইপিএল-এ 'স্পট ফিক্সিং' (IPL Spot Fixing) কাণ্ডে জড়ানোর পর তাঁর আম্পায়ারিং কেরিয়ার অকালে শেষ হয়ে যায়। 'স্পট ফিক্সিং' কাণ্ডে মুম্বই পুলিশের অভিযুক্তদের তালিকায় ছিলেন রউফ। ফলে ২০১৬ সালে আইসিসি তাঁকে নির্বাসিত করেছিল।  ১৯৯৮ সালে আম্পায়ার হিসেবে পথ চলা শুরু করেছিল রউফ। ১৯৯৮ সালে একটি প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর দুই বছর পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি।

Find out more: