অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপের আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল। এছাড়া দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ছাড়াও তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। আর দুটি সিরিজে 'কিং কোহলি' দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রানের থেকে মাত্র ৯৮ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। আসন্ন সিরিজে তিনি এই রান করতে পারলে, প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান তিনি পূরণ করবেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ৪০.৩৭ গড়ে কোহলির সংগ্রহ এখন ১০৯০২ রান। কোহলি এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৪৯টি ম্যাচ খেলেছেন, যে সময়ে তার স্ট্রাইক রেট ছিল ১৩২.৯৫। অন্যদিকে যদি রোহিত শর্মার কথা ধরা হয়, তিনি এই ফর্ম্যাটে ১০৪৭০ রান নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। বিরাট কোহলি বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ক্রিস গেইল (১৪৫৬২), শোয়েব মালিক (১১৮৯৩) এবং কায়রন পোলার্ডের (১১৮২৯) পরে চতুর্থ স্থানে রয়েছেন।
অন্যদিকে, ২,৪০০২ রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বিরাট কোহলি রয়েছেন সপ্তম স্থানে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজে কোহলি ২০৭ রান করতে পারলে, তিনি রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে ষষ্ঠ স্থানে পৌঁছে যাবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০৯ ম্যাচে দ্রাবিড়ের রান ২৪২০৮। অন্যদিকে সচিন তেন্ডুলকর ৩৪৩৫৭ রান করে তালিকার শীর্ষে রয়েছেন।
Find out more: