এখন ভাল আছেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। টুইট করে নিজেই সেই বার্তা দিলেন এই মারকুটে বাঁহাতি ব্যাটার। শুক্রবার দলীপ ট্রফির (Dullep Trophy 2022) সেমিফাইনালের দ্বিতীয় দিনে পশ্চিমাঞ্চলের (West Zone) বিরুদ্ধে ব্যাট করার সময়ে ভেঙ্কটেশের ঘাড়ে বাজে ভাবে আঘাত লেগেছিল। যার জেরে কোয়েম্বাটুরে এসএনআর কলেজ ক্রিকেট গ্রাউন্ডে সাময়িক ভাবে টেনশনের চোরাস্ত্রোত বয়ে যায়। তবে এখন ভাল আছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এই ব্যাটার। শনিবার ভেঙ্কটেশ টুইট করে তাঁর শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন। লিখেছেন, 'আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করার জন্য সব সমর্থক এবং ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ। আমার ফিজিয়ো এবং ডাক্তাররা আমার যত্ন নিচ্ছেন এবং আমি অনেক ভাল রয়েছি! আর ক্রিকেট মাঠে এমন ঘটনা ঘটা খুবই স্বাভাবিক।'
অন্যদিকে, শনিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সূর্য বলেন, “আমি যে কোনও জায়গায় ব্যাট করতে ভালবাসি। ওপেন করেছি, তিন, চার, পাঁচ নম্বরেও খেলেছি। তবে মনে করি চার নম্বরটাই আমার জন্য ভাল। যে সময় ব্যাট করতে নামি তাতে খেলার রাশ আমার হাতে থাকে। সাত থেকে ১৫ ওভারের মধ্যে ব্যাট করতে ভাল লাগে আমার। নিজের ইতিবাচক খেলাটা খেলতে পারি।” সূর্য মনে করেন টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে গুরুত্বপূর্ণ আট থেকে ১৪ ওভারের সময়টা। তিনি বলেন, “অনেক ম্যাচেই দেখেছি পাওয়ার প্লে বা শেষ বেলায় দুর্দান্ত খেলা হয়েছে। আমার মনে হয় আট থেকে ১৪ নম্বর ওভারের সময়টাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। ওই সময় বিপক্ষের উপর চেপে বসতে হয়। ওই সময় আমি ঝুঁকি নিতে পছন্দ করি না।” টি-টোয়েন্টিতে সূর্যকুমারকে বিভিন্ন রকম শট খেলতে দেখা যায়। তাঁর কিছু শট হয়তো ক্রিকেটের গাইড বুকেও খুঁজে পাওয়া যাবে না। সূর্য বলেন, “আমি চেষ্টা করি কভারের উপর দিয়ে খেলতে আর কাট শট মারতে। ১৫ ওভার পর্যন্ত এই ধরনের শট খেলে স্কোর বোর্ডটাকে চালু রাখার চেষ্টা করি। চার নম্বরে ব্যাট করা বেশ কঠিন কাজ। আমি সেটা পছন্দ করি।”
Find out more: