ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলবে। অস্ট্রেলিয়া খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের টি-২০ ও সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। মঙ্গলবার অর্থাৎ আগামিকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। আগামী শুক্রবার দ্বিতীয় টি-২০ নাগপুরে। সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ রবিবার হায়দরাবাদে। মোহালিতে মহাযুদ্ধের আগে রোহিত শর্মাদের (Rohit Sharma) গায়ে উঠল নতুন টি-২০ জার্সি। আগামী মাসে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে এই জার্সি পরেই খেলবেন রোহিত-বিরাটরা। তার আগে অজিদের বিরুদ্ধেই ট্রায়াল।

অন্যদিকে, মঙ্গলবার করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামছে ইংল্যান্ড। জস বাটলার চোট পাওয়ায় দলকে নেতৃত্ব দেবেন মইন। এক কলামে লিখেছেন, ‘অনেকেই হয়তো জানেন না, পারিবারিক সূত্রে আমি ইংরেজ এবং পাকিস্তানি দুটোই। তবে ক্রিকেট খেলাটা শিখেছি পাকিস্তানের সূত্রেই। পাকিস্তানের ছোট ছেলেমেয়েরা যে ভাবে খেলে, সে ভাবেই টেপ বলে ক্রিকেট খেলে বড় হয়েছি। বাবা প্রায়ই বলে, আমার খেলার মধ্যে এশীয় ছাপ লক্ষ্য করা যায়। ভয়ডরহীন মানসিকতা রয়েছে আমার।’ মইন আরও বলেছেন, “পাকিস্তানের সমর্থকদের সামনে খেলার অভিজ্ঞতা অন্য রকম হতে চলেছে। জস বাটলারের বদলে অধিনায়কত্ব করাটা আরও বিশেষ অনুভূতি। ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অনেক জায়গাতেই গিয়েছি। কিন্তু পাকিস্তান সফর আমার মনের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে।”

Find out more: