বুধবার অ্যামি জোনসদের ৮৮ রানে হারালেন হরমনপ্রীত কৌররা। ভারতের পাঁচ উইকেটে ৩৩৩ রানের জবাবে আয়োজকদের ইনিংস শেষ হল ২৪৫ রানে। ইংল্যান্ডের বিরুদ্ধে চওড়া হয়ে উঠল হরমনের ব্যাট। ১১১ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। ইংল্যান্ডের কোনও বোলারকেই রেয়াত করলেন না ভারতীয় দলের অধিনায়ক। মারলেন ১৮টি চার এবং চারটি ছয়। তাঁর ব্যাটিং তাণ্ডবে শেষ চার ওভারে ভারতীয় দল তুলল ৭১ রান। শেষ দিকে হরমনকে যোগ্য সঙ্গত করলেন দীপ্তি শর্মা। তাঁর ন’বলে ১৫ রানের ইনিংসে রয়েছে ২টি চার। হরমনের সঙ্গে তাঁর জুটিতে ৫০ রান উঠল ওভার প্রতি ১৭.৭৫ রানের গড়ে। যা মহিলাদের এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ।

অন্যদিকে, ১০০-২০০ বা ৫০০ দিন নয়, গুনে গুনে ১০২০ দিন পর সেঞ্চুরির মুখ দেখেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০২০ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে শেষবার তিন অঙ্কের রান করেছিলেন কোহলি। এরপর ক্রিকেটের কোনও ফরম্যাটেই সেঞ্চুরির মুখ দেখেননি কোহলি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ঝলসে উঠেছিল কোহলির ব্যাট। কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরি পেয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এর সঙ্গেই আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে দেশের জার্সিতে প্রথম সেঞ্চুরির স্বাদও পান তিনি। ইনিংস ব্রেকে সেঞ্চুরি নিয়ে কোহলির কথা বলেছিলেন সঞ্জয় মঞ্জরেকরের সঙ্গে। কোহলি বলেছিলেন এই দীর্ঘ লড়াইয়ে তাঁর পাশে ছিলেন শুধুই স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। কোহলির মুখে অনুষ্কার কথা শুনে হৃদয় গলে গিয়েছে কিংবদন্তি রিকি পন্টিংয়ের (Ricky Ponting)। কোহলির রানে ফেরার সঙ্গেই তাঁর প্রেমযাপনেরও প্রশংসা করলেন পন্টিং।

Find out more: