বৃহস্পতিবার করাচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬৬ বলে অপরাজিত ১১০ রান করেন বাবর। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮,০০০ রান হয়ে গেল তাঁর। এই মাইলফলকে পৌঁছতে তাঁর লাগল ২১৮টি ইনিংস। পিছনে ফেললেন কোহলিকে। ভারতের প্রাক্তন অধিনায়ক টি-টোয়েন্টি ক্রিকেটে আট হাজার রানের মাইলফলকে পৌঁছতে ২৪৩টি ইনিংস নিয়েছিলেন। এই তালিকায় এখনও শীর্ষে ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার ২১৩টি ইনিংসে আট হাজার রানের মাইলফলকে পৌঁছন। বাবর এবং মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি পাকিস্তানকে ১০ উইকেটে জিতিয়ে দেয়। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তোলে। জবাবে পাকিস্তান তিন বল বাকি থাকতে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। রিজওয়ান ৫১ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন। বাবরের ইনিংসে ১১টি চার, পাঁচটি ছয় রয়েছে। রিজওয়ান পাঁচটি চার, চারটি ছয় মারেন।
অন্যদিকে, তিন ম্যাচের বেসরকারি টেস্ট ও সমসংখ্যক ওয়ানডে ম্যাচ খেলতে ভারতে সফররত নিউজিল্যান্ড এ দল। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু'টি টেস্ট ড্র হয়ে যায়। এরপর ভারত তৃতীয় টেস্টটি ১১৩ রানে জিতে যায়। এবার ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আজ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chepauk, Chennai) মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) ভারতীয় এ দল ও রবার্ট ও'ডোনেলের (Robert O'Donnell) কিউয়ি ব্রিগেড। শার্দূল ঠাকুর (Shardul Thakur) ও কুলদীপ সেনদের (Kuldeep Sen) দাপটে ভারত প্রথম ম্যাচই জিতে নিল সাত উইকেটে।
Find out more: