প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ হাজার রান হয়ে গেল তাঁর। রবিবার ১৯ রান করার পরেই এই কীর্তি গড়ে ফেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ঘরোয়া লিগ এবং আন্তর্জাতিক, সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ১১ হাজার রান হল কোহলির। বাকি ক্রিকেটারদের তুলনায় সবচেয়ে কম সময়ে তিনি ১১ হাজার রানে পৌঁছলেন। মাত্র ৩৫৪টি ইনিংস লেগেছে তাঁর। ওয়েন পার্নেলকে লং-অফের উপর দিয়ে ছয় মেরে এই কীর্তি স্থাপন করেন কোহলি। টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলির পরে ভারতীয় হিসাবে রয়েছেন রোহিত শর্মা (১০৫৮৭)।
অন্যদিকে, গত ২৮ সেপ্টেম্বর নিজের কোভিড মুক্ত হওয়ার সার্টিফিকেট সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছিলেন। জাতীয় নির্বাচকদের টনক নড়েনি। এ বার নিজের বোলিং করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলেন মহম্মদ শামি। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়কে যেন বার্তা দিলেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার জন্য তিনি শারীরিক ও মানসিক ভাবে একেবারে তৈরি। সম্ভবত আগামি ৬ অক্টোবর অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। সেই বিমানে শামি উঠবেন কিনা সেটাই দেখার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে স্ট্যান্ড বাই হিসেবে রাখার পর থেকে গর্জে উঠেছিল গোটা দেশ। এহেন 'সহেসপুর এক্সপ্রেস'-কে দেখে নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছিল। তবে করোনায় আক্রান্ত হওয়ার জন্য সেই সিরিজে তাঁর খেলা হয়নি। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা পাননি শামি। জসপ্রীত বুমরা পিঠের চোট থেকে ছিটকে যাওয়ার পর তাঁর জায়গায় দলে এসেছেন মহম্মদ সিরাজ। সেটা একেবারেই ভাল ভাবে নেননি শামি। দল ঘোষণা হওয়ার কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রামে কোভিড নেগেটিভ সার্টিফিকেট তুলে ধরেছিলেন।
Find out more: