এ বারের আইএসএলে প্রথম পয়েন্ট ঢুকে যেত লাল-হলুদের ঘরে। কিন্তু মুহূর্তের অসতর্কতায় এদু বেদিয়ার ফ্রিকিকে গোল খেয়ে গেল ইস্টবেঙ্গল। ফলে যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল আত্মপ্রকাশে হেরেই শুরু করল লাল-হলুদ। ম্যাচের পর কনস্ট্যান্টাইন বলেন, “প্রথমার্ধে গোয়া অবশ্যই ভাল খেলেছে। আমরা একটু চাপে পড়েছিলাম। দ্বিতীয়ার্ধে ম্যাচে শাসন করেছি। জানি না ওদের গোলকিপার কী করে মাঠে ছিল? সুহেরকে ও রকম ফাউলের পর সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল রেফারির। বিপক্ষকে দশ জনে পেলে আমাদের সুবিধাই হত। গত দুটো ম্যাচেই আমাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
অন্যদিকে, টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) আগে শেষ মুহূর্তের প্র্যাকটিস সেরে নিচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (England tour of Australia)। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে মুখোমুখি দুই দেশ। তিন ম্যাচের টি-২০ ও সমসংখ্যক ম্য়াচের ওয়ানডে সিরিজ রয়েছে। মঙ্গলবার ক্যানবেরার মানুকা ওভালে (Manuka Oval, Canberra) ইংল্যান্ড ৮ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। এর সঙ্গেই এক ম্যাচ হাতে রেখে ইংরেজরা টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলল। গত রবিবার পারথে প্রথম ম্যাচ ইংল্যান্ড জিতেছিল সেই ৮ রানেই। এদিন মানুকা ওভালে অবিশ্বাস্য ফিল্ডিং করে চর্চায় এলেন বেন স্টোকস (Ben Stokes)। স্টোকস প্রায় এক বছর পর দেশের জার্সিতে টি-২০ খেলছেন। লাল বলের ক্রিকেটকে প্রাধান্য দেবেন বলেই সন্ন্যাস নিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে। এদিন অস্ট্রেলিয়ার ইনিংসে ১২ নম্বর ওভারের ঘটনা। বল করতে এসেছিলেন স্যাম কারান। তাঁর প্রথম বলই মিচেল মার্শ লং-অফের ওপর দিয়ে তুলে দেন। প্রায় অবধারিত ছক্কা একা হাতে রুখে দেন স্টোকস। তাঁর অ্যাক্রোব্যাটিক ফিল্ডিং দেখে নেটিজেনরা থ হয়ে গিয়েছেন। ফের একবার স্টোকস প্রমাণ করে দিলেন যে, তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের পাশাপাশি অসাধারণ ফিল্ডারও বটে। এদিন টস হেরে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে।
Find out more: